বুলগেরিয়া যাচ্ছে বাংলাদেশের ‘কাঠগোলাপ’
চলচ্চিত্র প্রযোজক মো. ফরমান আলীর ‘কাঠগোলাপ’ সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় সিনেমাটি এবার বুলগেরিয়ার দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে। সেখানে বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করবে সিনেমাটি।
‘কাঠগোলাপ’ The Scentless. উৎসবটি ১ জুন দেশটির রাজধানীর সোফিয়া বলকান প্যালেসে শুরু হবে। সিনেমাটির প্রযোজক মো. ফরমান আলী বিষয়পি নিশ্চিত করেছেন।
সিনেমাটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন— চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা ও দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপদান করেছেন এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।
অপূর্ণ রুবেলের কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান।
ঢাকা/রাহাত/এনএইচ