ডেডবডি’র পানি বিতরণ
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘ডেডবডি’ সিনেমার প্রচারে অংশ নেন ওমর সানী
গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমা। ফের মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। আগামী ৩ মে সারা দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
মুক্তিকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে প্রায় তিনশ মোটরসাইকেল নিয়ে শোডাউন ও পানি বিতরণ করেছেন ‘ডেডবডি’ সিনেমার টিম। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিএফডিসি থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে শোডাউন চলে। এসময় সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল, শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ ইকবাল বলেন, “ডেডবডি’ সিনেমা আগামী ৩ মে সারা দেশে মুক্তি পাবে। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে এই মোটরসাইকেল শোডাউন। এছাড়া প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী মানুষ অতিষ্ঠ। তাদের একটু স্বস্তি দিতে ঠান্ডা পানি বিতরণ করেছি।”
‘ডেডবডি’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত