ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১১ মাসের ব্যবধানে দ্বিতীয় সন্তানের বাবা হলেন নায়ক রোশান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১ মে ২০২৪   আপডেট: ১৩:৫৪, ১ মে ২০২৪
১১ মাসের ব্যবধানে দ্বিতীয় সন্তানের বাবা হলেন নায়ক রোশান

১১ মাসের ব্যবধানে দ্বিতীয় সন্তানের বাবা হলেন ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান। মঙ্গলবার (৩০ এপ্রিল) রোশানের স্ত্রী তাহসিনা এশা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মা-ছেলে দু’জনেই সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন রোশান।

বুধবার (১ মে) দুপুরে রোশান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ নায়ক লেখেন, ‘কন্যা ফেরিহা আমাতুল্লার জন্মের ১১ মাস পর গতকাল একটি পুত্র সন্তান আমাদের জীবনে এসেছে। আমি সবসময় আল্লাহর কাছে একটি কন্যা ও একটি পুত্র সন্তান চেয়েছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন।’

আরো পড়ুন:

সকলের কাছে দোয়া চেয়ে রোশান লেখেন, ‘এশা ও আমার জন্য দোয়া করবেন, যাতে আমাদের সন্তানদের সুখী ও স্বাস্থ্যকর জীবন  দিতে পারি।’

২০২০ সালের ১১ জুন তাহসিনা এশাকে বিয়ে করেন রোশান। সেদিন তার এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গত বছরের শুরুতে গোপন বিয়ের খবর জানান রোশান। একই বছরের ২৪ মে কন্যা সন্তানের বাবা হন রোশান।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের। এই সিনেমায় পরীমণির বিপরীতে তাকে দেখা যায়। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়