ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ভক্তের পায়ে জুতা পরিয়ে দিয়ে আলোচনায় জন আব্রাহাম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ২ মে ২০২৪   আপডেট: ২০:২১, ২ মে ২০২৪
ভক্তের পায়ে জুতা পরিয়ে দিয়ে আলোচনায় জন আব্রাহাম

এক যুবক দাঁড়িয়ে আছেন। বলিউড অভিনেতা জন আব্রাহাম তার পায়ে জুতা পরিয়ে দিচ্ছেন। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়; যা এখন অন্তর্জালে ভাইরাল।

ভিডিওটি পোস্ট করেছেন অক্ষয় কেদারি নামে একটি আইডি থেকে। ভিডিওতে যে যুবককে জন জুতা পরিয়ে দিচ্ছেন, এক্স আইডিটি মূলত তারই। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘জন আব্রাহাম স্যার, আমার জন্মদিন উপলক্ষে ইতালিয়ান রাইডিং শো আমাকে উপহার দিয়েছেন। প্রিমিয়াম এ জুতার মূল্য ২২ হাজার ৫০০ রুপি। ধন্যবাদ স্যার।’

অক্ষয় কেদারি জন আব্রাহামের একজন ভক্ত। এ ভক্তের জন্মদিন উপলক্ষে রাইডিং শো উপহার দেন। পাশাপাশি ভক্তের আনা কেক কাটেন জন। প্রিয় অভিনেতার এমন আন্তরিকতা দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

আরো পড়ুন:

জন আব্রাহাম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’। গত বছর মুক্তি পায় এটি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। বর্তমানে চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত জন। দুটো তার প্রযোজিত, বাকি দুই সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।
 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়