ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহরুখ প্রতিভার পাওয়ারহাউজ, সালমানের সোনার একটি হৃদয় আছে: প্রীতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৭ মে ২০২৪   আপডেট: ১৩:৪৬, ৭ মে ২০২৪
শাহরুখ প্রতিভার পাওয়ারহাউজ, সালমানের সোনার একটি হৃদয় আছে: প্রীতি

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে একপ্রকার ভুলতে বসেছেন দর্শকরা। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় সর্বশেষ দেখা যায় তাকে। এরপর থেকে বড় পর্দায় দেখা মেলেনি তার। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। তা-ও সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে ফিরবেন তিনি।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) ‘আস্ক মি এনিথিং’ নামে একটি সেশনে অংশ নেন প্রীতি জিনতা। এতে তার সহশিল্পী শাহরুখ খান ও সালমান খানকে নিয়ে মন্তব্য করেন। যা নিয়ে এখনো নেটদুনিয়ায় আলোচনা চলছে।

আরো পড়ুন:

বলিউড বাদশা শাহরুখ খান প্রসঙ্গে প্রীতি জিনতা বলেন, “শাহরুখ খান প্রতিভার পাওয়ারহাউজ। সহঅভিনেতা হিসেবে শাহরুখ উদার ও মজার মানুষ। ‘দিল সে’ সিনেমা করতে গিয়ে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।”

‘দিল সে’, ‘ কাভি আলবিদা না ক্যাহেনা’, ‘বীর জারা’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন প্রীতি-শাহরুখ। ফের শাহরুখ খানের সঙ্গে আবার কবে কাজ করবেন? নেটিজেনদের এমন প্রশ্নের জবাবে প্রীতি জিনতা বলেন, ‘আমরা যখন একসঙ্গে অসাধারণ চিত্রনাট্য পাব, তখন আবারো কাজ করব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘ হর দিল জো পেয়ার কারেগা’-এর মতো সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন প্রীতি-সালমান খান। সহঅভিনেতার বিষয়ে প্রীতি জিনতা বলেন, ‘সালমান খানের সোনার একটি হৃদয় আছে। অভিনেতা হিসেবে সালমান খান খুবই প্রতিভাবান, বন্ধু হিসেবে চমৎকার ও বিশ্বস্ত একজন মানুষ।  তার সংগীতের সেন্স অসাধারণ। আপনি যখন তাকে জানবেন, তখন দেখবেন সে খুবই সাধারণ।’

সালমান খানের সঙ্গে আবারো সিনেমায় অভিনয়ের বিষয়ে প্রীতি জিনতা বলেন, ‘যদি ভালো চিত্রনাট্য পাই তবেই সবকিছু সম্ভব।’

প্রীতি জিনতার পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭’। এটি পরিচালনা করছেন  রাজকুমার সন্তোষী। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সানি দেওল, রাজকুমার সন্তোষী, আমির খান, ভিকি কৌশল প্রমুখ।

 

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়