ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ইরানি পরিচালকের ৮ বছরের কারাদণ্ড ও চাবুক মারার নির্দেশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৯ মে ২০২৪   আপডেট: ১২:৫৬, ৯ মে ২০২৪
ইরানি পরিচালকের ৮ বছরের কারাদণ্ড ও চাবুক মারার নির্দেশ

ইরানের প্রশংসিত চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রাসুলফকে ৮ বছরের কারাদণ্ড ও চাবুক মারার রায় দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী আদালত। এই পরিচালকের আইনজীবীর বরাত দিয়ে এ খবর প্রকাশ ভ্যারাইটি ডটকম।

মোহাম্মদ রাসুলফের আইনজীবী বাবাক পাকনিয়া। বুধবার (৮ মে) মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) জানান, মোহাম্মদ রাসুলফকে ৮ বছরের কারাদণ্ড, চাবুক মারা বা বেত্রাঘাত, জরিমানা ও সম্পদ বাজেয়াপ্তের রায় দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী আদালত।

সাজার কারণ জানিয়ে আইনজীবী বাবাক পাকনিয়া জানান, রাসুলফের এ সাজার কয়েকটি মূল কারণ রয়েছে। এর মধ্যে হলো প্রকাশ্য বিবৃতি, চলচ্চিত্র এবং তথ্যচিত্র নির্মাণ, যা আদালতের মতে— ‘দেশের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে’।

আরো পড়ুন:

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আইনজীবী বাবাক পাকনিয়ার বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির পক্ষ থেকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কোনো মন্তব্য পাননি বলে জানানো হয়েছে।

মোহাম্মদ রাসুলফ নির্মিত পরবর্তী সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। এবারের ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি। এটি নিয়েও ইরানি প্রশাসনের হেনস্তার শিকার হয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।

ভ্যারাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ যাতে কান উৎসবে প্রদর্শিত না হয়, সে চেষ্টা করছে ইরান সরকার। মোহাম্মদ রাসুলফকে চাপ দেওয়া হচ্ছে, যাতে সিনেমাটি উৎসব থেকে সরিয়ে নেওয়া হয়।

জানা যায়, ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। সিনেমার গল্প ইমান নামে এক ব্যক্তিকে ঘিরে। ইমান ইসলামিক বিপ্লবী আদালতের একজন তদন্তকারী বিচারক।

এবারই প্রথম নন, বহুবার আইনি জটিলতায় পড়েছেন মোহাম্মদ রাসুলফ। একাধিকবার গ্রেপ্তার হয়েছেন তিনি। জানা গেছে, এখন আত্মগোপনে রয়েছেন মোহাম্মদ রাসুলফ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়