ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীর বেবি বাম্পের ভিডিও দিয়ে বাবা হতে যাওয়ার ঘোষণা দিলেন জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ১০ মে ২০২৪   আপডেট: ১৭:৫৯, ১০ মে ২০২৪
স্ত্রীর বেবি বাম্পের ভিডিও দিয়ে বাবা হতে যাওয়ার ঘোষণা দিলেন জাস্টিন বিবার

বাবা হতে যাচ্ছেন কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবার। টিভি অভিনেত্রী হেইলি ব্যাল্ডউইন ও জাস্টিন বিবার দম্পতির এটি প্রথম সন্তান। ইনস্টাগ্রামে বিয়ের ভিডিও পোস্ট করে বাবা হতে যাওয়ার ঘোষণা দেন এই তারকা।

ভিডিওতে দেখা যায়, হেইলির পরনে সাদা রঙের পোশাক। প্রিয় স্ত্রী হেইলিকে চুম্বন করছেন জাস্টিন বিবার। ভিডিওর এক পর্যায়ে ২৭ বছর বয়সি হেইলির বেবি বাম্প দেখা যায়। এ ভিডিওতে অন্তঃসত্ত্বা হেইলি ও জাস্টিন বিবারকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেও দেখা যায়।

আরো পড়ুন:

পিপল ম্যাগাজিনকে একটি সূত্র বলেন, ‘সন্তান আগমনের খবরে দারুণ উচ্ছ্বসিত জাস্টিন বিবার ও হেইলি। তারা চমৎকার বাবা-মা হবেন। তারা তাদের সন্তানের নামও চূড়ান্ত করে রেখেছেন। বিশেষ করে জাস্টিন তার সন্তানকে বড় করার জন্য অপেক্ষা করতে পারছেন না।’

জাস্টিন বিবার ও হেইলি দম্পতি আনন্দের খবরটি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করেছেন। এ খবর পেয়ে দুই পরিবারই দারুণ খুশি বলেও সূত্রটি জানিয়েছে।

হেইলি ব্যাল্ডউইন

উল্লেখ্য, গায়িকা সেলিনা গোমেজের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন জাস্টিন বিবার। এ সম্পর্ক ভেঙে যাওয়ার পর মডেল-অভিনেত্রী হেইলির সঙ্গে সম্পর্কে জড়ান জাস্টিন বিবার। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন বিবার ও হেইলি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়