ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মারধর করে অভিনেতার নাক ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৪ মে ২০২৪   আপডেট: ১৪:৩৩, ১৪ মে ২০২৪
মারধর করে অভিনেতার নাক ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

নাক-মুখ-ঠোঁটে লেগে আছে ছোপ ছোপ রক্ত। মুখ ভর্তি দাড়িতে রক্তের ফোঁটা পড়ে তা আবার শুকিয়ে গেছে। গায়ের জামাও ছেঁড়া, তাতে লেগে আছে রক্তের দাগ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন লুকে দেখা যায় কন্নড় সিনেমার অভিনেতা চেতন চন্দ্রকে।

ভিডিওটি সিনেমার কোনো দৃশ্য নয়, বাস্তবে মারধর করে এ অভিনেতাকে গুরুতর আহত করেছেন দুর্বৃত্তরা। মারধরের শিকার হওয়ার পর ইনস্টাগ্রাম লাইভে ঘটনার বর্ণনা দেন ‘প্রিমিজম’খ্যাত এই অভিনেতা। ক্যাপশনে লেখেন— ‘খুব খারাপ অভিজ্ঞতা, সঠিক বিচার প্রয়োজন।’

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, বিশ্ব মা দিবস উপলক্ষে মন্দির থেকে মাকে নিয়ে ফিরছিলেন চেতন চন্দ্র। ফেরার পথে বেঙ্গালুরুর কাগালিপুরায় আক্রমণের শিকার হন চেতন। এতে তার নাক ভেঙে গিয়েছে। এ বিষয়ে কাগালিপুরা থানায় মামলা দায়ের করেছেন এই অভিনেতা।

আরো পড়ুন:

ঘটনার বর্ণনা দিয়ে চেতন চন্দ্র বলেন, ‘আমি দেখতে পাচ্ছিলাম এক ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশ্যে আমাদের গাড়ির দিকে আসছে। গাড়ির ক্ষতি হচ্ছে দেখে আমি তার দিকে এগিয়ে যাই। কিছুক্ষণের মধ্যেই এক মহিলাসহ ২০ জনের একটি দল এসে আমাকে মারধর করতে থাকে।’

চেতন চন্দ্রর নাক ভেঙে গিয়েছে। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘দেখেন, আমার সঙ্গে কী হয়েছে! তারা আমার ‍ওপরে আক্রমণ করেছে, আমার নাক ভেঙে দিয়েছে। এতকিছুর পরও আবারো আমার ভাঙচুর করে। এটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি পুলিশের সাহায্য নিয়েছি।’

চেতন চন্দ্র থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ। জানা যায়, ইতোমধ্যে একজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়