ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘ইরফানকে যখন মনে পড়ে, তখন বৃষ্টি নামে’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ১৪ মে ২০২৪   আপডেট: ১৬:১১, ১৪ মে ২০২৪
‘ইরফানকে যখন মনে পড়ে, তখন বৃষ্টি নামে’

বলিউড অভিনেতা ইরফান খান। দীর্ঘদিন নিউরোন্ডোক্রেইন রোগে ভুগছিলেন। ২০২০ সালের ২৯ এপ্রিল মারা যান বরেণ্য এই অভিনেতা।

ব্যক্তিগত জীবনে প্রযোজক-লেখক সুতপা সিকদারের সঙ্গে ঘর বেঁধেছিলেন ইরফান খান। এ সংসারে তাদের দুটো পুত্রসন্তান রয়েছে। বড় ছেলের নাম বাবিল খান। এরই মধ্যে বলিউডে অভিষেক ঘটেছে তারা।

সম্প্রতি বাবিলের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। এ ঘটনার পর মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় বাবিল খান ‘জীবনে এগিয়ে যাওয়া’ নিয়ে একটি পোস্ট দেন। পুত্রের এ পোস্টে আবেগগন মন্তব্য করেন সুতপা। 

আরো পড়ুন:

বাবার সঙ্গে বাবিল

সুতপা সিকদার লেখেন, “আমার মনে আছে, ইরফান আমার জুতা হাতে নিয়ে এসেছিল। কারণ আমার জুতা ছিঁড়ে গিয়েছিল। সেদিন দিল্লির ফুটপাত প্রচণ্ড গরম ছিল। আর সেই ফুটপাতে খালি পায়ে হেঁটেছিল। আমি এখন আর তাকে স্পর্শ করতে পারি না। ইরফানকে যখন মনে পড়ে, তখন বৃষ্টি নামে। তার নিজের হাতে লাগানো গাছগুলো এখনো আমার কাছে রয়েছে। একা থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি এখনো জানি না, জীবনে এগিয়ে চলা কী।”

ইরফান-সুতপার পরিচয় ১৯৮৪ সালে ন্যাশনাল স্কুল অব ড্রামাতে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দশ বছর পর ১৯৯৫ সালে বিয়ে করেন তারা। তাদের দুই সন্তান বাবিল ও আয়ান।

 

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়