ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে ৮৩ শতাংশ নাম্বার পেলেন সেই ‘মুন্নি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ১৫ মে ২০২৪   আপডেট: ১২:২৯, ১৫ মে ২০২৪
নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে ৮৩ শতাংশ নাম্বার পেলেন সেই ‘মুন্নি’

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। বহুল আলোচিত এই সিনেমায় মুন্নি চরিত্রে অভিনয় করেন হার্শালি মালহোত্রা। সেই ছোট্ট ‘মুন্নি’ এখন আর ছোট নেই। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন।

‘মুন্নি’ অর্থাৎ হার্শালি মালহোত্রা সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব। অভিনয় ও সোশ্যাল মিডিয়ায় সরব থাকায় বহুবার কটাক্ষের মুখে পড়েছেন হার্শালি। নেটজেনদের অনেকে বলেছিলেন— ‘তুমি দশম শ্রেণিতে পড়ো, কিন্তু ফেল করবে।’ একজন বলেছিলেন, ‘তুমি কত্থক নাচের ক্লাস চালিয়ে যাও তবে দশম শ্রেণিতে ফেল করবে।’ আরেকজন বলেছিলেন, ‘এভাবে ইনস্টাগ্রামে রিলস বানালে ফেল করবে।’

এসব কথা স্মরণ করে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিলেন হার্শালি। কারণ তার দশম শ্রেণির ফল প্রকাশিত হয়েছে। ইনস্টাগ্রামে কেক কাটার ভিডিও পোস্ট করে নিজের ফলাল জানিয়েছেন তিনি। হার্শালি বলেন, ‘যারা জানতে চেয়েছিলেন তাদের ধন্যবাদ। আমি সিবিএসসি’র ক্লাস টেনে ৮৩ শতাংশ নাম্বার পেয়েছি।’

এই ভিডিওর ক্যাপশনে হার্শালি লেখেন, ‘নিজের মুদ্রাগুলো সঠিক করা থেকে শুরু করে, লেখাপড়া মন দিয়ে করা। আমি আমার কত্থক ক্লাস, শুটিং এবং পড়াশোনার মাঝে সঠিক ভারসাম্য বজায় রাখতে পেরেছি। আর ফলাফল? আমি ৮৩ শতাংশ নাম্বার পেয়েছি।’

বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। কবীর খান পরিচালিত এ সিনেমা ২০১৫ সালে মুক্তি পায়। সালমানের পাশাপাশি সিনেমাটিতে মুন্নি চরিত্র সকলের নজর কেড়েছিল।

এই চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রী শাখায় মনোনয়ন পান হার্শালি। সবচেয়ে কম বয়সি অভিনেত্রী হিসেবে এই মনোনয়ন পান তিনি। এছাড়া সেরা শিশুশিল্পী হিসেবে স্ক্রিন অ্যাওয়ার্ড পান। পাশাপাশি বেশ কয়েকটি অ্যাওয়ার্ডে মনোনয়ন ও সেরার পুরস্কার হার্শালির ঝুলিতে জমা পড়ে।

‘বজরঙ্গি ভাইজান’ ছাড়াও ‘কবুল হ্যায়’, ‘লট আও তৃষা’ টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন হার্শালি। এছাড়া টিভি ও প্রিন্ট বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে মরক্কান পপ তারকা সাদ লামজারেডের ‘সালাম আলাইকুম’ গানের ভিডিওতে তাকে দেখা যায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়