বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক

তুর্কির জনপ্রিয় টিভি সিরিজ ‘কুরুলুস উসমান’ ও ‘সুলতান সুলেমান’। দুটো সিরিজই বাংলা ভাষায় ডাবিং করে টিভিতে প্রচার করা হয়েছে। দুটোতেই অভিনয় করেছেন তুরস্কের দর্শকপ্রিয় অভিনেতা বুরাক অ্যাজিভিট। ‘কুরুলুস উসমান’ সিরিজে উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমান হিসেবে বাংলাদেশে তার দারুণ জনপ্রিয়তা রয়েছে। এবার বাংলাদেশে আসছেন বুরাক অ্যাজিভিট।
বৃহস্পতিবার (১৬ মে) বুরাক তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করে বাংলাদেশ সফরের ঘোষণা দেন। এ ভিডিও বার্তায় বুরাক অ্যাজিভিট বলেন, ‘সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগির আপনাদের সঙ্গে দেখা হবে।’
একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন বুরাক অ্যাজিভিট। তবে কবে, কখন আসছেন সে বিষয়ে কোনো তথ্য এ ভিডিও বার্তায় দেননি বুরাক।
১৯৮৪ সালে দক্ষিণ-পূর্ব তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন বুরাক অ্যাজিভিট। ২০০৬ সালে টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে নাম লেখোন তিনি। পরের বছরই তুর্কি চলচ্চিত্রে নাম লেখান। এরপর চলচ্চিত্রে কাজ করলেও টিভি সিরিজকে বাদ দেননি তিনি।
২০১০ সালে ‘সুলতান সুলেমান’ সিরিজে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন বুরাক। ২০১৯ সালে ‘কুরুলুস উসমান’ সিরিজে উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করার পর তার খ্যাতি বিশ্বব্যাপী আরো ছড়িয়ে পড়ে।
ঢাকা/শান্ত