ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেক্ষাগৃহে নিরব-স্পর্শিয়ার ‘সুস্বাগতম’

প্রকাশিত: ১৫:০৮, ১৮ মে ২০২৪  
প্রেক্ষাগৃহে নিরব-স্পর্শিয়ার ‘সুস্বাগতম’

আগামী ২৪ মে মুক্তি পেতে যাচ্ছে শফিকুল আলম পরিচালিত সিনেমা ‘সুস্বাগতম’। বনবীথি মুভিজ প্রযোজিত এ সিনেমায় দ্বিতীয়বারের মতো  জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটি প্রেমের হলেও একজন নারীর বিমানের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে এগিয়ে যায় ছবির গল্প। যে গল্প শহর ও গ্রাম থেকে উঠে এসেছে।

সিনেমাটি নিয়ে চিত্রনায়ক নিরব বলেন, “সুস্বাগতম’ সিনেমায় আমাকে দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনে চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয়ই আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি। আশা করছি পর্দায় সিনেমাটি দর্শক উপভোগ করবেন।”

আরো পড়ুন:

অর্চিতা স্পর্শিয়া সিনেমাটি বলেন, “নিরবের সঙ্গে এর আগে একটি সিনেমায় কাজ করেছি, আমাদের দুজনের কাজের অভিজ্ঞতাও চমৎকার। তাই ‘সুস্বাগতম’ এ আমাদের কাজটা করতে সহজ হয়েছে। তা ছাড়া পরিচালক কাজটি খুব যত্ন নিয়ে করেছেন। আমি আশাবাদী।” 

উল্লেখ্য, ‘সুস্বাগতম’ সিনেমার পরিচালক শফিকুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার পদে যোগ দেন এবং উইং কমান্ডার হিসেবে অবসরপ্রাপ্ত হোন। পাশাপাশি লেখালেখিতে মনযোগী এই নির্মাতার ছয়টি বই প্রকাশ হয়েছে।

ঢাকা/রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়