ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান

প্রকাশিত: ১২:০৬, ১৯ মে ২০২৪   আপডেট: ১২:১০, ১৯ মে ২০২৪
সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে হঠাৎ খবর আসে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে। এবার সদ্য নির্বাচিত কমিটি জায়েদ খানের সদস্য পদ ফিরিয়ে দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ মে) সাংবাদিক সম্মেলনে কমিটির সহ-সভাপতি ডিএ তায়েব জানান, জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে যে বক্তব্য দিয়েছিল তার যথাযথ কারণ ব্যাখ্যা দিয়েছে। তা খতিয়ে দেখার পর সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। নির্বাচনের প্রায় মাস খানেক পর ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। নিপুণের এমন সিদ্ধান্তকে ‘দ্বৈতনীতি’ বলে অ্যাখ্যা দিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

আরো পড়ুন:

 

ঢাকা/রাহাত/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়