ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বলিউডের সবচেয়ে ‘কঞ্জুস’ চাঙ্কি পান্ডে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ২৪ মে ২০২৪   আপডেট: ১০:২৫, ২৪ মে ২০২৪
বলিউডের সবচেয়ে ‘কঞ্জুস’ চাঙ্কি পান্ডে

বলিউডের সবচেয়ে কঞ্জুস ব্যক্তি অভিনেতা চাঙ্কি পান্ডে। কপিল শর্মা সঞ্চালিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মজার ছলে এমন মন্তব্য করেন বলিউডের সফল পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান।

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের নতুন পর্বের প্রোমো প্রকাশিত হয়েছে। এ পর্বে অতিথি হিসেবে দেখা যায় অনিল কাপুর ও ফারাহ খানকে। এসময় জানতে চাওয়া হয় অনিল কাপুর নাকি ফারাহ খান, কে বেশি কঞ্জুস? জবাবে ফারাহ খান বলেন, ‘অনিল-ফারাহ দুজনেই উদার মনের মানুষ।’

আরো পড়ুন:

তারপর ফারাহ খান সবাইকে চমকে দিয়ে বলেন, ‘বলিউড ইন্ডাস্ট্রিতে একজন মাত্র ব্যক্তি (কঞ্জুস) রয়েছেন, যার নাম চাঙ্কি পান্ডে। কসম করে বলছি, আমার ফোনটি এনে দেন, কল করে আমি তার কাছে ৫০০ রুপি চাইব।’

এরপর ফোন এনে দেওয়া হয় ফারাহ খানকে। স্পিকার অন করে মুঠোফোনে ফারাহ খান বলেন, ‘চাঙ্কি, আমার ৫০০ রুপি লাগবে।’ এ কথা শুনে ফোনের অপরপ্রান্ত থেকে চাঙ্কি পান্ডে বলেন, ‘আপনি কার সঙ্গে কথা বলতে চান?’ চাঙ্কি পান্ডের এমন জবাব শুনে উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়েন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়