ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নরেন্দ্র মোদিকে কঙ্গনার লাল গোলাপ উপহার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৪ মে ২০২৪   আপডেট: ১৯:৩৪, ২৪ মে ২০২৪
নরেন্দ্র মোদিকে কঙ্গনার লাল গোলাপ উপহার

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়ার আগেই প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের নরেন্দ্র মোদি প্রীতি। শুক্রবার (২৪ মে) কঙ্গনার নির্বাচনি প্রচারের জন্য হিমাচল প্রদেশের মান্ডিতে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নরেন্দ্র মোদিকে একটি লাল গোলাপ উপহার দেন কঙ্গনা।

কঙ্গনা রাণৌত তার ইনস্টাগ্রামে বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন। তাতে দেখা যায়, নরেন্দ্র মোদিকে লাল গোলাপ উপহার দিচ্ছেন কঙ্গনা। খুব বিনয়ের সঙ্গে তা গ্রহণ করছেন তিনি। এসব ছবির ক্যাপশনে কঙ্গনা লেখেছেন, ‘প্রধানমন্ত্রীজি, মান্ডিতে আপনাকে স্বাগতম।’

হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কঙ্গনা রাণৌত।

আরো পড়ুন:

গত ১৯ এপ্রিল ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ হবে। এরই মধ্যে পঞ্চম দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৫ মে (ষষ্ঠ দফা) ও ১ জুন (সপ্তম দফা) ভোটগ্রহণ হবে। হিমাচল প্রদেশে ১ জুন অর্থাৎ সপ্তম দফায় ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত। আগামী ৪ জুন ভোট গণনা হবে। অর্থাৎ এবারের লোকসভা নির্বাচনচক্রের ব্যাপ্তিকাল ছয় সপ্তাহের বেশি। লোকসভার মোট আসন ৫৪৩টি। মোট ভোটার সংখ্যা ৯৬ কোটি ৮৬ লাখ।

কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এটি আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি।

‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়