ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বিজয়ের পর স্ত্রী-সন্তানদের জড়িয়ে ধরে শাহরুখের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৭ মে ২০২৪   আপডেট: ২২:৪৭, ২৭ মে ২০২৪

আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে বিজয়ী হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। গতকাল রাতে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্যালারিতে বসে ফাইনাল খেলা উপভোগ করেন শাহরুখ। বিজয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন এই অভিনেতা।

এ মুহূর্তের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তাতে দেখা যায়, উচ্ছ্বসিত শাহরুখ স্ত্রী গৌরি খানকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, কন্যা সুহানা খান ও আব্রাহাম খানকে জড়িয়ে ধরে আছেন শাহরুখ। এ সময় সুহানা ও আব্রাহামের মতো শাহরুখ খানও আবেগপ্রবণ হয়ে পড়েন।

আরো পড়ুন:

তৃতীয়বারের মতো আইপিএলের ট্রফি ছিনিয়ে নিলো শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। এর আগে ২০১২, ২০১৪ সালে আইপিএলের ট্রফি জিতে দলটি। গতকাল রাতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বসেছিলে এবারের ফাইনাল আসর।

দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।  

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়