ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিমের বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২৯ মে ২০২৪   আপডেট: ১৭:০৫, ২৯ মে ২০২৪
‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিমের বাবা মারা গেছেন

‘দঙ্গল’ সিনেমার দৃশ্যে জাইরা

বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিমের বাবা মারা গেছেন। মঙ্গলবার (২৮ মে) মারা যান জাইরার বাবা জাহিদ ওয়াসিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাইরা ওয়াসিমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

জাইরা ওয়াসিম তার ইনস্টাগ্রামে এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। তবে কী কারণে তার বাবা মারা গেছেন সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী। জাইরা লেখেন, ‘আমাদের চোখ অশ্রু ঝরায়, হৃদয় ব্যথা পায়। কিন্তু আমরা প্রভুকে খুশি করা ছাড়া আর কিছু বলব না। আমার বাবা জাহিদ ওয়াসিম মারা গেছেন।’

বাবার সঙ্গে ছোট্ট জাইরা ওয়াসিম

আরো পড়ুন:

আমির খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দঙ্গল’। এতে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন তিনি। সিনেমাটিতে গীতা ফোগাটের কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল।

তা ছাড়া ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় অভিনয় করেও দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়ান জাইরা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। কিন্তু একই বছর অভিনয়কে বিদায় জানান এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়