ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

প্রিয়াঙ্কার মায়ের দৃষ্টিতে সালমান ‘ভদ্রলোক’, শাহরুখ-অক্ষয় ‘ব্যবসায়ী’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ২৯ মে ২০২৪   আপডেট: ২২:২৫, ২৯ মে ২০২৪
প্রিয়াঙ্কার মায়ের দৃষ্টিতে সালমান ‘ভদ্রলোক’, শাহরুখ-অক্ষয় ‘ব্যবসায়ী’

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের সীমানা পেরিয়ে তার খ্যাতি ছড়িয়েছে বিশ্ব দরবারে। হলিউড সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি। প্রিয়াঙ্কার ক্যারিয়ারে তার মা মধু চোপড়ার অবদান কম নয়। মেয়ের সুবাদে মা মধু চোপড়া নিয়মিত প্রচারের আলোয় থাকেন।

সম্প্রতি ফিল্মিজ্ঞানকে সাক্ষাৎকার দিয়েছেন পেশায় চিকিৎসক মধু চোপড়া। এ আলাপচারিতায় বলিউডের বড় বড় তারকাদের নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য করতে বলা হয়। এ সময় মধু চোপড়া বলেন— ‘সালমান খান সত্যিকারের ভদ্রলোক। অভিতাভ বচ্চন ইন্ডাস্ট্রির সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি। শাহরুখ খান ও অক্ষয় কুমার ব্যবসায়ী।’

তা ছাড়া রণবীর সিং প্রসঙ্গে মধু চোপড়া বলেন, ‘সে খুব মজার মানুষ।’ আলিয়া ভাটকে ‘প্রশান্তিদায়ক’ ব্যক্তিত্ব মনে করেন মধু চোপড়া। আলিয়ার বর রণবীর কাপুরকে নিয়েও মন্তব্য করেছেন তিনি। রণবীর কাপুরকে নিয়ে মধু চোপড়া বলেন, ‘ব্যক্তি হিসেবে রণবীর কাপুরকে খুব ভালো ছেলে হিসেবে জানি।’

আরো পড়ুন:

প্রিয়াঙ্কার পরবর্তী সিনেমা ‘হেডস অব স্টেট’। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন ইলিয়া নাইশুলার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইদ্রিস এলবা, জন সিনা ও জ্যাক কায়েদ। এ ছাড়াও ‘দ্য ব্লাফে’ নামে আরেকটি সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

তথ্যসূত্র: পিঙ্কভিলা

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়