কানে বাঙালি নায়িকার খোলামেলা পোশাকে ক্ষুব্ধ অঞ্জনা
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

বিশ্বের মর্যাদাসম্পন্ন কান চলচ্চিত্র উৎসবে এবার অংশ নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নজরকারা লুক আর পোশাকে লাল গালিচায় রূপের দ্যুতি ছড়িয়েছেন তিনি। আবেদনময়ী পোশাক নিয়ে প্রশংসার পাশাপাশি হয়েছেন সমালোচিত।
এদিকে উৎসবে কয়েকজন নায়িকার পোশাক নিয়ে নেতিবাচক বন্তব্য করেছেন এক সময়ের নন্দিত নায়িকা অঞ্জনা রহমান। তিনি ফেসবুকে মন্তব্য করেন এসব নায়িকারা বাঙালির সংস্কৃতি নষ্ট করছেন।
অঞ্জনা তার পোস্টে লিখেছেন: ‘কান ফেস্টিভ্যালে নিজেকে অত্যাধুনিকভাবে প্রেজেন্ট করতে গিয়ে, এ দেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে জনসম্মুখে আবির্ভূত হয়েছেন, যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী যার মধ্যে বিন্দু পরিমান শিল্পসত্তা বিদ্যমান তিনি এমন খোলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশীয় সংস্কৃতিকে অপমান করতে পারেন না।’
তিনি আরো লিখেছেন, ‘খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়, বাঙালি সংস্কৃতি কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ না থাকে সে আবার কিসের শিল্পী?’ ভাবনার নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে ভাবনাকে উদ্দেশ্য করেই নায়িকা অঞ্জনার এই পোস্ট।
রাহাত//