ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সপরিবারে ইতালি যাচ্ছেন শাহরুখ! 

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১ জুন ২০২৪   আপডেট: ১৫:২৬, ১ জুন ২০২৪
সপরিবারে ইতালি যাচ্ছেন শাহরুখ! 

সপরিবারে শাহরুখ খান

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অসুস্থতা কাটিয়ে আইপিএলের ফাইনাল ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন তিনি। এ সময় কড়া নিরাপত্তায় ছিলেন বলিউড কিং। দল জিতলেও তার দেখা পাওয়া যাচ্ছিল না। হঠাৎ ৩০ মে ভোরবেলায় তাকে দেখা গেছে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে। 

পিঙ্কভিলা জানিয়েছে, বৃহস্পতিবার (৩০) ভোরে কালিনা বিমানবন্দরে শাহরুখ খান তার পরিবার এবং ম্যানেজারকে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কিং খান, তার ছেলে আরিয়ান, মেয়ে সুহানা খান বিমানবন্দরে প্রবেশ করছেন।

আরো পড়ুন:

এ দিকে শাহরুখ ভক্তরা অনুমান করছেন, তারা অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গ্রান্ড ক্রুজ প্রাক-বিবাহ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ইতালি যাচ্ছেন। যদিও এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানটি ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। এ অনুষ্ঠান ইতালি এবং ফ্রান্সে অনুষ্ঠিত হবে। এরপরে আগামী ১২ জুলাই তারা মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে সাতপাকে বাঁধা পড়বেন। 

/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়