ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোট দিতে পারলেন না স্বস্তিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২ জুন ২০২৪   আপডেট: ১১:২০, ২ জুন ২০২৪
ভোট দিতে পারলেন না স্বস্তিকা

ভারতে লোকসভা নির্বাচনে ভোট দিতে পারেননি কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও তার বোন অজপা মুখার্জি। শনিবার (১ জুন) লোকসভা নির্বাচনের সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভোট না দিয়ে ফিরে আসেন স্বস্তিকা ও তার বোন। 

ভোট দিতে না পেরে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বিরক্ত প্রকাশ করেন স্বস্তিকা। এতে তিনি বলেন, ‘খুবই অস্বস্তিকর ও হতাশাজনক ব্যাপার। কারণ আমি আর আমার বোন ভোট দিতে এসে ভোট দিতে পারিনি। আমরা একই কেন্দ্রে আগেও ভোট দিয়েছি। কিন্তু এবার নাকি ভোটার তালিকায় আমাদের নামই নেই। আমার ভোটার আইডি হারিয়ে গেছে, তবে আমার বোনের ভোটার আইডি কার্ড আছে। তারপরও আমার বোনের নাম ভোটার তালিকায় নেই।’  

আরো পড়ুন:

স্বস্তিকার প্রয়াত বাবা-মায়ের নাম ভোটার তালিকায় রয়েছে। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘আমার মা-বাবা যথাক্রমে ২০১৫-২০২০ সালে মারা গেছেন। কিন্তু তাদের নাম ভোটার তালিকায় রয়েছে। আমাদের ভবনে যারা বসবাস করেন, তাদের (বয়স্ক-যুবক) নামও তালিকায় আছে। তবে আমাদের নাম নেই। কথা বলে জানতে পারলাম, তালিকায় নাম না থাকলে ভোট দেওয়া যাবে না। কিন্তু নাম বাদ পড়েছে কীভাবে সেটাই বুঝতে পারছি না।’

বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত। গত ১৯ এপ্রিল দেশটির ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে ১ জুন পর্যন্ত। দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী ৪ জুন ভোট গণনা শেষ হবে। লোকসভার মোট আসন ৫৪৩টি। মোট ভোটার সংখ্যা ৯৬ কোটি ৮৬ লাখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়