ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

বাবার পদবি রাখতে চান না ব্র্যাড পিট-জোলির কন্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২ জুন ২০২৪   আপডেট: ১২:১১, ২ জুন ২০২৪
বাবার পদবি রাখতে চান না ব্র্যাড পিট-জোলির কন্যা

হলিউডের আলোচিত তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ভালোবেসে বিয়ে করেন তারা। যদিও তাদের সংসার বেশি দিন টেকেনি। বিয়ের দুই বছরের মাথায় ডিভোর্সের সিদ্ধান্ত নেন দু’জন।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি দম্পতির বায়োলজিক্যাল কন্যা শিলোহ নোভেল জোলি পিট। গত ২৭ মে শিলোহর ১৮ বছর পূর্ণ হয়। জন্মদিনে নিজের নাম থেকে বাবার পদবি ‘পিট’ অংশ বাদ দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডটকম এ খবর প্রকাশ করেছে।

কন্যা শিলোহর সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, শিলোহ নোভেল জোলি পিট তার নামের শেষাংশ অর্থাৎ তার বাবার পদবি আইনিভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য আনুষ্ঠানিকভাবে সমস্ত কাগজপত্র প্রস্তুত করে গত ২৭ মে কোর্টে আবেদন করেন তিনি। এখন তার নাম হবে— ‘শিলোহ জোলি’।

‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জেলির পরিচয়। বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৪ সালে বিয়ে করেন এই জুটি। এই দম্পতির ছয় সন্তান— ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স, ভিভিয়েন। এর মধ্যে প্রথম তিন সন্তানকে দত্তক নিয়েছেন ব্র্যাড-জোলি। ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক শুরুর আগেই ম্যাডক্স ও জাহারাকে দত্তক নিয়েছিলেন জোলি।

ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি

এরপর ব্র্যাড পিটও দত্তক সন্তান নেন। বিচ্ছেদের পর যৌথভাবে সন্তানদের দেখাশোনার দায়িত্ব নিতে চেয়েছিলেন ব্র্যাড। অন্যদিকে, জোলি চাচ্ছিলেন সন্তানরা তার কাছেই থাকুক। সন্তানদের দেখাশোনা কে করবেন এ নিয়ে তৈরি হয় জটিলতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়