ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লকেট-রচনার হাড্ডাহাড্ডি লড়াই

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৪ জুন ২০২৪   আপডেট: ১১:৪৭, ৪ জুন ২০২৪
লকেট-রচনার হাড্ডাহাড্ডি লড়াই

ভারতের লোকসভা নির্বাচনে প্রথমবার তৃণমূলপ্রার্থী হয়েছেন ভারতীয় সিনেমার অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলি আসনে বিজেপি প্রার্থী অর্থাৎ অভিনেত্রী লকেট চ্যাটার্জির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন রচনা। মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা চলছে, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই দুই তারকার।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হুগলির তৃণমূলপ্রার্থী রচনা ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আপাতত ৩৮০৪৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন রচনা। লকেট চ্যাটার্জি ৩৪৫৬ ভোটের ব্যবধানে তার পরের অবস্থানে রয়েছেন।

আরো পড়ুন:

পড়ুন: ভোটের ফল যা হবে মেনে নেব আমি আর দিদি: রচনা ব্যানার্জি

তা ছাড়া হুগলির অন্য দুই কেন্দ্র শ্রীরামপুর এবং আরামবাগেও এগিয়ে তৃণমূল প্রার্থীরাই। আরামবাগে তৃণমূলের মিতালী বাগ ৬৩৪২ ভোটে এগিয়ে। শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি ১৩৬৯৫ ভোটে এগিয়ে রয়েছেন।

বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত। গত ১৯ এপ্রিল দেশটির ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে ১ জুন পর্যন্ত। দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ ভোট গণনা শেষ হবে। লোকসভার মোট আসন ৫৪৩টি। মোট ভোটার সংখ্যা ৯৬ কোটি ৮৬ লাখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়