বিজয়ী সায়নীকে ‘মিথ্যাবাদী’ বললেন পাপিয়া
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সায়নী ঘোষ। প্রথমবার তৃণমূলের টিকিট পেয়ে যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনে অংশ নেন তিনি। আর প্রথমবারেই বাজিমাত করেছেন সায়নী। এ আসনে সায়নীর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। তাকে ২ লাখ ২৪ হাজার ভোটে পরাজিত করেন ৩১ বছর বয়সি এই অভিনেত্রী।
এদিকে, সায়নী ঘোষকে ‘মিথ্যাবাদী’ বললেন বিজেপি নেত্রী ও টলিউড অভিনেত্রী পাপিয়া অধিকারী। ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ‘সোনার সংসার’খ্যাত এই অভিনেত্রী।
সায়নী ঘোষ সম্পর্কে পাপিয়া অধিকারী বলেন, ‘সায়নী বলেন, তিনি নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। আমিও কিন্তু ওই একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পড়াশোনা করেছি। আমি খোঁজ নিয়ে দেখেছি, সায়নী ঘোষ নামে ওই বিশ্ববিদ্যালয় থেকে কেউ পড়াশোনা করেননি। কোনো নামও নেই। এত মিথ্যা কথা বলেন! তিনি তো হাওয়াই চটি পরে আর মিথ্যা কথা বলে মুখ্যমন্ত্রীকে নকল করছেন। আগে সনাতন ধর্ম নিয়ে সায়নী খুবই অভব্য কিছু কথা বলেছেন।’
তারকাদের খ্যাতির জন্যই রাজনীতিতে নেওয়া হয় বলে দাবি পাপিয়ার। ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন, ‘তারকাদের নিয়ে আসা হয় এই ভেবে যে, তাদের বাহারি ঔজ্জ্বল্য দেখে মানুষ ভোট দেবেন। কিন্তু ওরা জেতার পর সব ভুলে যায়। ওরা আইনপ্রণেতা হবে? ওরা সনাতন ধর্মের ব্যাপারে জানে না। ভারতীয় সংস্কৃতি নিয়ে না জানলে কি ওরা নিজেদের ভারতীয় বলতে পারে? শুধু সংসদে গিয়ে নিজস্বী (সেলফি) তুলবে!’
এবারের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির টিকিট নিয়ে বিজয়ী হয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। তা হলে কি কঙ্গনার ক্ষেত্রেও আপনার ভাবনা প্রযোজ্য? সুর বদলে পাপিয়া অধিকারী বলেন, ‘কঙ্গনার যথেষ্ট জ্ঞান আছে। তা ওর কথা শুনলেই বোঝা যায়, ও রাজনীতি বোঝে। কীভাবে নিজেকে রাজনীতির ময়দানে তুলে ধরতে হয়, তা ও জানে। কিন্তু এখানকার তারকারা কিছুই জানে না।’
ঢাকা/শান্ত