ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

রোশান-বুবলীর ‘রিভেঞ্জ’ নিয়ে আপত্তি নেই

প্রকাশিত: ১৬:০২, ৬ জুন ২০২৪  
রোশান-বুবলীর ‘রিভেঞ্জ’ নিয়ে আপত্তি নেই

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘রিভেঞ্জ’ সিনেমা। অ্যাকশনধর্মী এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

মোহাম্মদ ইকবাল বলেন, “অনেক দিন ধরে ‘রিভেঞ্জ’ মুক্তির জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আসছে ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করেছি। ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। ঈদের চেয়ে ভালো সময় আর পাওয়া যাবে না। আমি সবসময় বড় সিনেমার সঙ্গে পাল্লা দিতে চাই। এবারো তাই হবে।”

‘রিভেঞ্জ’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎ প্রমুখ। মুক্তি উপলক্ষে খুব শিগগির সিনেমাটির প্রচার শুরু হবে বলেও জানিয়েছেন নির্মাতা।  

আরো পড়ুন:

‘রিভেঞ্জ’ সিনেমা ছাড়াও ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে ‘তুফান’ সিনেমা। এরই মধ্যে এ সিনেমা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতা রায়হান রাফী। তা ছাড়াও মুক্তির মিছিলে রয়েছে রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়