ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

শতভাগ জয়: পবন বললেন, আমার জীবন সংগ্রাম ও ব্যর্থতায় ভরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৭ জুন ২০২৪   আপডেট: ১৮:১১, ৭ জুন ২০২৪
শতভাগ জয়: পবন বললেন, আমার জীবন সংগ্রাম ও ব্যর্থতায় ভরা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। জনসেনা পার্টির প্রধান তিনি। এবারের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তার দল দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। আর দুটো আসনেই জয় লাভ করেছে।

পিথাপুরাম আসনে ৭০ হাজার ভোট বেশি পেয়ে জয় লাভ করেছেন পবন কল্যাণ। বিজয়ের পর পবন কল্যাণ বলেন, ‘অন্ধ্রপ্রদেশের জন্য এটি ঐতিহাসিক বিজয়। আমি আমার জীবনে সফলতার স্বাদ পাইনি। আমার জীবন সংগ্রাম ও ব্যর্থতায় ভরা।’

বিধানসভা নির্বাচনেও শতভাগ জয় লাভ করে পবন কল্যাণের দল জনসেনা পার্টি। এ তথ্য উল্লেখ করে পবন কল্যাণ বলেন, ‘বিধানসভা নির্বাচনে ২১টি আসনে ২১টিতে বিজয় পেয়েছি। এবার লোকসভা নির্বাচনে দুটো আসনে দুটোই বিজয়ী হয়েছে আমাদের দল। ১০০% স্টাইক রেট আমাকে গর্বিত করেছে। দেশের মধ্যে আমাদের জনসেনা পার্টি একমাত্র দল, যেটি এটি অর্জন করেছে।’

অন্ধ্রপ্রদেশের জনগণকে প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে পবন কল্যাণ বলেন, ‘অন্ধ্রপ্রদেশের ৫ কোটি মানুষের ইচ্ছায় এই পরিবর্তন এসেছে এবং আমাদের সুযোগ দিয়েছে। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করব।’

২০০৮ সালে রাজনীতিতে পা রাখেন পবন কল্যাণ। তখন প্রজা রাজ্যম পার্টির যুব সংগঠনের প্রধান হন। এরপর শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে অব্যাহতি নেন পবন কল্যাণ। ২০১৪ সালে ‘জনসেনা পার্টি’ গঠন করেন। প্রথমবার এত বড় সাফল্য পেল ‘জনসেনা পার্টি’।

উল্লেখ্য, পবন কল্যাণের আরেক পরিচয় তিনি ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবীর ছোট ভাই। রাম চরনের চাচা, আল্লু অর্জুনের মামা।

 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়