ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

শিল্পী সমিতির পক্ষ থেকে এফডিসিতে কোরবানি দেবেন ডিপজল

প্রকাশিত: ১৮:৩১, ৯ জুন ২০২৪   আপডেট: ১৮:৩২, ৯ জুন ২০২৪
শিল্পী সমিতির পক্ষ থেকে এফডিসিতে কোরবানি দেবেন ডিপজল

দীর্ঘদিন ধরে এফডিসিতে কোরবানি দিয়ে আসছিলেন পরীমণি, ওমর সানী-মৌসুমী ও মিশা-জায়েদ খান নেতৃত্বাধীন কমিটি। গত দুই বছর এফডিসিতে কেউ কোরবানি দেননি। এবার সদ্য নির্বাচিত শিল্পী সমিতি এফডিসিতে কোরবানি দেবেন বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির সাধারণ সমম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

দুই থেকে তিনটি গরু কোরবানি দেবেন বলে জানিয়েছেন ডিপজল। ডিপজলের মাধ্যমে ফের এফডিসিতে কোরবানি দেওয়ার প্রচলন শুরু হতে যাচ্ছে। এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আসছে ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে কোরবানি দেয়া হবে সহকর্মীদের জন্য। এখানে কোনো ভেদাভেদ নেই। স্বচ্ছল-অস্বচ্ছল বলে কিছু নেই। কারণ, এটা সমিতির পক্ষ থেকে দেয়া হচ্ছে। আমি মনে করি, সংগঠন হিসেবে এটা সমিতির একটি কার্যক্রম। এ কার্যক্রমে সকলেই অংশগ্রহণ করতে পারেন।’

শিল্পী সমিতির অন্য সদস্যদের আহ্বান জানিয়ে ডিপজল বলেন, ‘যদি সমিতির আরো কেউ কোরবানি দিতে চান, তারাও এ কার্যক্রমে যোগ দিতে পারেন। এতে সমিতির সকল সদস্যর মধ্যে ঐক্য সৃষ্টি হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আমি আমার পক্ষ থেকে দায়িত্ব পালনের অংশ হিসেবে কোরবানি দেয়ার উদ্যোগ নিয়েছি।’

আরো পড়ুন:

সমিতির কার্যক্রম ছাড়াও ডিপজল ব্যক্তিগত উদ্যোগে বরাবরের মতো সমিতির অস্বচ্ছল সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করবেন বলেও জানিয়েছেন তিনি।

ঢাকা/রাহাত/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়