ঢাকা     সোমবার   ১১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৭ ১৪৩১

‘বড় লোকের চাকর জামাই’ রিপন খান

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১০ জুন ২০২৪  
‘বড় লোকের চাকর জামাই’ রিপন খান

এ প্রজন্মের চিত্রনায়ক রিপন খান। শোবিজে তার শুরু চলচ্চিত্র দিয়ে। বর্তমানে সিনেমা, নাটক, মিউজিক ভিডিও- সব ক্ষেত্রেই সমান বিচরণ এই অভিনেতার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রিপন নিজেকে ব্যস্ত করছেন ছোটপর্দায়। সম্প্রতি কয়েকটি ঈদের নাটকে অভিনয় করেছেন তিনি।

এরই মধ্যে রিপন শেষ করেছেন ‘বড় লোকের চাকর জামাই’ নামের একটি একক নাটকের শুটিং। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে রিপনের বিপরীতে অভিনয় করেছেন নওশীন নাহার। রাফি আহমেদের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. মিজানুর রহমান মিজান।
নাটকটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা। তিনি বলেন, প্রতিটি অভিনয় শিল্পী কাজের মধ্যেই ডুবে থাকতে পছন্দ করে। আমিও তার ব্যতিক্রম না। আমি কাজপাগল মানুষ। তাই চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এখন নাটকে নিয়মিত অভিনয় করছি। এখন থেকে নিয়মিত নাটকে অভিনয় করব।

নাটকটিতে আরো অভিনয় করেছেন রেশমা আহমেদ, মুকুল জামিল, তুহিন খান, রবিউল ইসলাম রবি প্রমুখ। 

নির্মাতা জানান, ঈদ আয়োজনে নাটকটি কাকাতুয়া মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। 

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়