ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

অভিনেতা নাঈমের কণ্ঠে গান 

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১১ জুন ২০২৪  
অভিনেতা নাঈমের কণ্ঠে গান 

এফএস নাঈম নিজেকে পেশাদার অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি ‘কালপুরুষ’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছে। এবার জানা গেল তিনি গায়ক হিসেবেও সম্ভাবনাময়। 

‘মায়া’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাঈম। গানটি অনলাইন প্ল্যাটফরম স্পটিফাইয়ে প্রকাশিত হয়েছে।  নাঈম জানান, গানটি স্যাড রোমান্টিক ঘরানার। সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ ফয়সাল অমি। গানটি নিয়ে আশাবাদী নাঈম বলেন, ধীরে ধীরে আমার গানের শ্রোতা তৈরি হচ্ছে। মায়া গানটি যারা শুনেছেন তাদের সবাই প্রশংসা করেছেন। গানটি মূলত ঈদ উপলক্ষেই প্রকাশ করেছি। ঈদ উৎসবের রং শ্রোতাদের মাঝে আরও তুমুল হয়ে আসুক এই শুভ কামনা নিয়েই গানটি প্রকাশ করা। অভিনেতা হিসেবে যারা এতদিন ভালোবাসা দিয়ে এসেছেন তাদের কাছে গানটি খারাপ লাগবে না।

এর আগে নাঈমের গাওয়া ‘তোমাকে’ শিরোনামের একটি গান প্রকাশ পেয়েছিল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। গানটি শ্রোতাপ্রিয় হয়েছিল। 

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়