ঢাকা     বৃহস্পতিবার   ২৭ জুন ২০২৪ ||  আষাঢ় ১৩ ১৪৩১

আজ টেলিভিশনে দেখা যাবে শাকিবের ‘প্রিয়তমা’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১৮ জুন ২০২৪   আপডেট: ১১:৪৪, ১৮ জুন ২০২৪
আজ টেলিভিশনে দেখা যাবে শাকিবের ‘প্রিয়তমা’

‘ঢালিউড কিং’ শাকিব খান। গত বছর ঈদুল আজহায় দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব অভিনীত ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ছোটপর্দার অভিনেত্রী ইধিকা পাল। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

সিনেমাটির জন্য শাকিব খান যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ইধিকা পালও পেয়েছেন তারকাখ্যাতি। বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। মুক্তির এক বছর পর এটিএন বাংলায় সিনেমাটির টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এটিএন বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ঈদুল আজহার দ্বিতীয় দিন দুপুর ২টা ৫০ মিনিটে তারা সিনেমাটি প্রচার করবে। হিমেল আশরাফ পরিচালিত এই  সিনেমায় আরো অভিনয় করেছেন— শহীদুজ্জামান সেলিম, শিবা শানু, কাজী হায়াৎ, এলিনা শাম্মী, ডন প্রমুখ।

শান্ত//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়