ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ঈদের তৃতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১৯ জুন ২০২৪   আপডেট: ১৪:৩২, ১৯ জুন ২০২৪
ঈদের তৃতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের তৃতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

মাছারাঙা

বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘হৃদয়ে হৃদয়’। অভিনয়ে জোভান আহমেদ, নাজনীন নিহা প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নয়শো প্রহরী’। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নাদিয়া, শাহনাজ খুশি প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘আহা মজিদ’। রচনা: আসাদুজ্জামান সোহাগ। পরিচালনা: বর্ণ নাথ। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘টিক্কা রিভেঞ্জ’। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: মারজুক রাসেল, তানজিকা আমিন, ইশতিয়াক আহমেদ রুমেল, সাদিয়া তানজিন, মুসাফির সৈয়দ বাচ্চু, সাইদুর রহমান পাভেল, মারুফ মিঠু, আব্দুল্লাহ রানা প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘তানসেনের একটি মুদ্রাদোষ ছিলো’। অভিনয়ে: মারজুক রাসেল, সালহা নাদিয়া প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম ‘ভিতরে বাহিরে’। রচনা ও পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে: জোভান আহমেদ, তটিনী প্রমুখ।

এনটিভি

সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বিষ দাাঁত’। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, সারিকা সাবরিন, শাহনাজ খুশী, প্রাণ রায়, জয়রাজ, মৃণাল দত্ত প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘রোদ বৃষ্টির গল্প’। রচনা ও পরিচালনা: সুব্রত সঞ্জীব। অভিনয়ে: খায়রুল বাশার, সাদিয়া আয়মান, দেবাশীষ চক্রবর্তী, রিয়া প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘দম’। রচনা ও পরিচালনা: রুবেল আনুশ। অভিনয়ে: মুশফিক আর ফারহান, সাফা কবির, মিলি বাশার, মুনিরা মিঠু প্রমুখ।  রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘পাত্তা পায় না সাত্তার ভাই’। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: শামস করিম। অভিনয়ে: মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি, মিলি বাশার প্রমুখ।

এটিএন বাংলা

রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘শুরুর দিনগুলি’। রচনা: রহমান মোস্তাফিজ পাভেল। পরিচালনা: মিশুক মিঠু। অভিনয়ে: তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ভিজিটিং কার্ড’। রচনা ও পরিচালনা: জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে: শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম ‘যেমন জামাই তেমন বউ’। পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: জাহের আলভী, তিথি প্রমুখ।

বৈশাখী

বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বিবাহ অভিযান’। অভিনয়ে: জাহের আলভী, জেবা জান্নাত, আব্দুল্লাহ রানা প্রমুখ। পরিচালনা: আশরাফী মিঠু। বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বিউটি এখন নায়িকা’। অভিনয়ে: অ্যালেন শুভ্র, সারিকা, সুস্মিতা সিনহা, সুমন পাটোয়ারি, সিয়াম নাসির প্রমুখ। পরিচালনা: সরদার রোকন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সোনাভান’। অভিনয়ে: খায়রুল বাসার, নাজিয়া হক অর্ষা, সুমন সোম প্রমুখ। পরিচালনা: জামাল মল্লিক। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বাপকা বেটা’। অভিনয়ে: আমিরুল হক চৌধুরী, মীর সাব্বির, আরফান আহমেদ, ফারহানা মিলি, অলিউল হক রুমি, আবদুল্লাহ রানা, শেলী আহসান, বিনয় ভদ্র প্রমুখ। পরিচালনা: এস আই সোহেল। 

রাত ৮টা ১০মিনিটে প্রচার হবে একক নাটক ‘পুত্রবধূ’। অভিনয়ে: রাশেদ সীমান্ত, অহনা রহমান, হান্নান শেলী, শফিক খান দিলু প্রমুখ। পরিচালনা: মহিন খান। রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘সামার ব্রেক’। অভিনয়ে: তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ। রচনা ও পরিচালনা: সাজ্জাদ হোসাইন বাপ্পী। রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে মেগা নাটক ‘আমি মানুষ’। অভিনয়ে: আরফান আহমেদ, সাবেরী আলম, মৌটুসী বিশ্বাস, অলিউল হক রুমি, অনুভব, হারাধন, সমু চৌধুরী প্রমুখ। রচনা: রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনা রূপক বিন রউফ।

বিটিভি

রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে একক নাটক ‘প্রায়শ্চিত্ত’। রচনা: নূরুদ্দিন জাহাঙ্গীর। প্রযোজনা: মনিরুল হাসান। অভিনয়ে: মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, নাদিয়া আহমেদ, নূরে আলম নয়ন, শাহেদ শরীফ খান, সামিয়া নাহি, কাজী রাজু, মাসুদ রানা মিঠু, ম. আ. গোলাম, ইকবাল বাবু, সুভাশিষ ভৌমিক, সাথী, আনিসুর রহমান, গাজী রোকন, উত্তম ও সুজাত শিমুল। বিকাল সাড়ে ৫টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চার মূর্তি’। রচনা: রাইসুল ইসলাম অনিক। প্রযোজনা: আল মামুন। অভিনয়ে: আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, সাজু খাদেম, রওনক হাসান ও রুকাইয়া জাহান চমক।

দীপ্ত টিভি

সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক ‘অতিরিক্ত’। পরিচালনা: রাফাত মজুমদার রিংকু, অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিন প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘লায়লা’। পরিচালনা: জামাল মল্লিক, অভিনয়ে: জুনায়েদ বোগদাদী, মিম সানতাসা। রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘তুমি আছো সবখানে’। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বাই সাইকেল প্রেম ২’, পরিচালনা: বিশ্বজিত দত্ত ও প্রীতি দত্ত, অভিনয়ে: তৌসিফ মাহমুদ, সাবিলা নূর, নাদিয়া আহমেদ, প্রিয়া বিপাশা, তামিম মৃধা। রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘তোমায় আমায় মিলে’। পরিচালনা: মাবরুর রশিদ বান্নাহ, অভিনয়ে: তাসনিয়া ফারিন, প্রান্তর দস্তিদার। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘তিনি বিরাট ক্ষমতাবান’। পরিচালনা: হামেদ হাসান নোমান, অভিনয়ে: মোশাররফ করিম, সামান্তা পারভেজ।

আরো পড়ুন  



সর্বশেষ