প্রিয়াঙ্কার গলায় কাটা দাগ কেন?
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

আহত প্রিয়াঙ্কা
‘ফোর্বস’ ম্যাগাজিনের তথ্য সিনেমাপ্রতি ৪০ কোটি রুপি পারিশ্রমিক নেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বেশ কিছুদিন ধরে হলিউড সিনেমাতেও অভিনয় করছেন তিনি।
সাবেক এই বিশ্বসুন্দরী ভালোবেসে ঘর বেঁধেছেন আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে। দুজনের অনেক ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন প্রিয়াঙ্কা। নিক-প্রিয়াঙ্কার সঙ্গে ছবিতে দেখা মেলে কন্যা মালতি মেরি চোপড়ারও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল চর্চিত তার পারিবারিক জীবনের নানা দিক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তাক্ত একটি ছবি শেয়ার করেছেন এই বলি তারকা। অনুরাগীদের প্রশ্ন, কী হয়েছে প্রিয়াঙ্কার?
প্রিয়াঙ্কা ওই আহত ও রক্তাক্ত ছবির ক্যাপশন দিয়েছেন ‘অহ্। এ আমার পেশাগত প্রতিবন্ধকতা’।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া ‘দ্য ব্লাফ’ শিরোনামের একটি সিনেমাতে অভিনয় করছেন। ওই সিনেমার একটি স্টান্ট করতে গিয়ে আহত ও রক্তাক্ত হয়েছেন।
জানা গেছে, সিনেমাটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
/লিপি