ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

পুষ্পা টু: ফাহাদ ফাসিলের প্রতিদিনের পারিশ্রমিক ১৬ লাখ টাকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ২১ জুন ২০২৪   আপডেট: ১২:৫২, ২১ জুন ২০২৪
পুষ্পা টু: ফাহাদ ফাসিলের প্রতিদিনের পারিশ্রমিক ১৬ লাখ টাকা

সুকুমার পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা’। ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় তেলেগু ভাষার এ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সিনেমাটির গল্প, আইটেম গান ঝড় তুলেছিল ভক্তদের মনে; মুক্তির পর দাপিয়ে বেড়ায় বক্স অফিস। এখন নির্মিত হচ্ছে ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্ট।

‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। এই খলনায়ক ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্টের জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন, তা নিয়ে বহু দিন ধরে নানা চর্চা চলছে। এবার সামনে এলো নতুন তথ্য।

একটি সূত্র গ্রেট অন্ধ্র ডটকমকে বলেন— “আমাদের শীর্ষ চরিত্রাভিনেতারা প্রতিদিন পারিশ্রমিক নিয়ে থাকেন ৫-১০ লাখ রুপি। সেখানে ফাহাদ ফাসিল ‘পুষ্পা টু’ সিনেমার জন্য প্রতিদিন নিচ্ছেন ১২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ৮৬ হাজার টাকার বেশি)।”
 
এর আগে সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছিল, ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্টের জন্য ফাহাদ ফাসিল পারিশ্রমিক নিয়েছিলেন ৩ কোটি ৫০ লাখ রুপি। এ সিনেমার সাফল্যের পর বদলে গেছে পুরো প্রেক্ষাপট। ‘পুষ্পা টু’ সিনেমার জন্য ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ফাহাদ ফাসিল। এর মধ্য দিয়ে দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া খলনায়কের তালিকায় জায়গা পেলেন এই অভিনেতা।

‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট বিশ্বব্যাপী আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

‘পুষ্পা টু’ সিনেমায়ও জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। চলতি বছরের ৬ ডিসেম্বর মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়