ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

জায়েদ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান সেই মডেল

প্রকাশিত: ১৬:৫৯, ২৩ জুন ২০২৪   আপডেট: ১৭:০৯, ২৩ জুন ২০২৪
জায়েদ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান সেই মডেল

ছোটপর্দার অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। অভিনয়ের চেয়ে মডেলিং করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে ‘লোকাল বাস’ গানের ভিডিওতে পারফর্ম করে বিশেষভাবে দর্শকদের নজর কাড়েন। এবার দেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার আগ্রহ প্রকাশ করলেন টয়া।

জায়েদ খানের সঙ্গে সিনেমায় অভিনয় করবেন কী না? এমন প্রশ্নের জবাবে টয়া বলেন, ‘সবাই ওনার ফানি পার্টটাই দেখছে। কিন্তু এই ফানি মানুষটাকে দিয়েই এমন কিছু বের করানো সম্ভব, যা এখনো কেউ আবিষ্কার করতে পারেননি। ওনাকে দিয়ে ভালো কিছু করানো যাবে, যদি কোনো ভালো ডিরেক্টর, কোনো ভালো গল্পে ওনার মতো করে কোনো চরিত্র বের করেন।’

জায়েদ খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে টয়া বলেন, ‘ওনার অভিজ্ঞতা আছে, অনেক সিনেমায় কাজ করেছেন। কাজেই ওনার সাথে মিল করে এমন একটি গল্প হলে বা গল্প ভালো হলে, ভালো কোনো চরিত্র পেলে তার সাথে কেন কাজ করব না?’

আরো পড়ুন:

অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন টয়া। খুব দ্রুতই কাজে নিয়মিত হবেন বলেও জানান এই অভিনেত্রী।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়