ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

শাকিবের ‘তুফান’ টর্নেডো নাকি নিম্নচাপ?  

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ২৫ জুন ২০২৪   আপডেট: ১৯:৩৭, ২৫ জুন ২০২৪
শাকিবের ‘তুফান’ টর্নেডো নাকি নিম্নচাপ?  

শাকিব খান অভিনীত ‘তুফান’ দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটির নির্মাতা রায়হান রাফির ভাষ্য, তুফান টর্নেডো হয়ে প্রেক্ষাগৃহে চলছে। তবে সিনেমা হল মালিকদের ভাষ্য ভিন্ন। মুক্তির প্রথম সপ্তাহে ভালো সারা পেলেও, দ্বিতীয় সপ্তাহের শুরুতে তুফানে ভাটা পড়েছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে প্রাপ্ত খবরে এমন আভাসই মেলে। ধারণা করা হচ্ছে অ্যাকশন ঘরানার এই সিনেমাটির সেল রিপোর্ট এ সপ্তাহ থেকেই কমতে পারে। তবে সিনেমাসংশ্লিষ্ট এবং হল মালিকদের প্রত্যাশা দীর্ঘদিন প্রেক্ষাগৃহে থাকবে সিনেমাটি।  

রাজধানীর মধুমিতা সিনেমা হলে ‘তুফান’ প্রদর্শন করা হচ্ছে। প্রথম সপ্তাহে দর্শকের ভালো সাড়া পেয়েছেন। দ্বিতীয় সপ্তাহে ছয়টি শোর মধ্যে একটি শো হাউজফুল গিয়েছে বলে রাইজিংবিডিকে জানান মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘‘প্রিয়তমা’ সিনেমাটি রোমান্টিক সিনেমা। মহিলা দর্শক বেশি ছিল। রিপিট দর্শক পেয়েছি বেশি। যে কারণে সিনেমাটি দীর্ঘদিন হলে চলেছে। ‘তুফান’ অ্যাকশন সিনেমা। সিনেমাটির রিপিট দর্শক কম। মহিলা দর্শকও কম। যে কারণে দীর্ঘদিন চলবে কি না এখনই বলা যাচ্ছে না। প্রথম সপ্তাহ ভালো চলেছে। দ্বিতীয় সপ্তাহে এসে ছয়টি শোর মধ্যে একটি শো হাউজফুল। বাকিগুলো গড়পরতা।’

‘আমরা সিনেমাটি নিয়ে হ্যাপি। তবে আমি আগেই রাফিকে বলেছি, অ্যাকশন সিনেমায় মহিলা দর্শক কম থাকে। তারপরও বলবো ভালোই যাচ্ছে। বছরে এমন একটা-দুটো সিনেমা দিয়ে সিনেমা হল বাঁচবে না। এ রকম সিনেমা প্রতি মাসে দরকার। এরপর ঈদের কোন সিনেমা চালাবো খুঁজে পাচ্ছি না!’ বলেন এই হল মালিক।  

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অবস্থিত ‘অভিরুচি’ সিনেমা হলে রোববার (২৩ জুন) সন্ধ্যার শোতে ছিল দর্শকখরা। এ সময়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হাতে গোনা কয়েকজন দর্শক ছাড়া পুরো হল ছিল ফাঁকা। 

সিরাজগঞ্জ জেলা সদরে অবস্থিত ২২ সিটের রুটস সিনেক্লাবে কেমন চলছে ‘তুফান’? জানতে চাইলে রুটস’র চেয়ারম্যান সামিনা ইসলাম নীলা বলেন, ‘অনেক ভালো। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমাদের সকল টিকিট শেষ। দর্শক সিনেমাটি দেখে ভালো বলছেন। কেউ কেউ একাধিকবার দেখেছেন। পরের সপ্তাহে সিনেমাটি চালাতে বলছেন দর্শকরা।’

নারায়ণগঞ্জ’র গুলশান সিনেপ্লেক্সের ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু বলেন, ‘আমাদের এখানে সন্ধ্যার শো ভালো যাচ্ছে। তবে বিকেল তিনটা ও রাত নয়টার শোতে দর্শক পাওয়া যায় না।’

এদিকে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি বলছেন, ‘তুফান’ এখন টনোর্ডো হয়ে চলছে। দেশের প্রায় সব হলে দর্শক রেসপন্স ভালো। দর্শক বাড়ছে। অফিস খুলে গিয়েছে। এর মধ্যেও হলে দর্শক যাচ্ছে।’

‘তুফান’ দীর্ঘদিন প্রেক্ষাগৃহে থাকবে বলেও মনে করেন সিনেমাটির নির্মাতা। একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ অভিনয় করেছেন।

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়