ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সাকলায়েনকে নিয়ে এবার মডেলের অভিযোগ, দিলেন স্ট্যাটাস 

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২৫ জুন ২০২৪   আপডেট: ২১:০২, ২৫ জুন ২০২৪
সাকলায়েনকে নিয়ে এবার মডেলের অভিযোগ, দিলেন স্ট্যাটাস 

আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। এই পুলিশ কর্মকর্তার সঙ্গে চিত্রনায়িকা পরীমণির অনৈতিক সম্পর্ক প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার সাকলায়েনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আরেক শোবিজ তারকা, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। 

ফেসবুকে ইংরেজিতে একটি পোস্ট করেছেন পিয়া। যার বাংলা অনুবাদ: ‘এই সেই ব্যক্তি (গোলাম সাকলায়েন), যিনি আব্বার এফআর টাওয়ার মামলায় ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রায় ৬-৭ দিন আমি ও আম্মা আব্বাকে দেখতে প্রতিদিনই ডিবি অফিসে যেতাম।’

দীর্ঘ স্ট্যাটাসে ঘটনার আদ্যোপান্ত তুলে ধরে পিয়া আরো লিখেছেন: ‘এই সেই ব্যক্তি, যিনি প্রতারণামূলক এবং জোরপূর্বকভাবে সিআরপিসির ১৬৪ ধারার অধীনে জবানবন্দি নিতে আব্বার সম্মতি নেয়ার চেষ্টা করেছিলেন। আমি সম্মতি না দেয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম আব্বাকে। কেননা, এ ঘটনায় মোটেও জড়িত ছিলেন না তিনি। কিন্তু আমি ডিবি অফিসে যাওয়ার আগেই তিনি আব্বার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে আদালতে পরদিন জমা দিয়ে দেন। এ ব্যাপারে হস্তক্ষেপ করায় আমার ওপরও ক্ষিপ্ত হয়েছিলেন এবং আব্বাকে বলেন, আমি যাতে চুপ থাকি। তাঁর জানা ছিল না যে চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি আমি।’

‘তিনি (গোলাম সাকলায়েন) যেদিন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসেবে আব্বাকে গ্রেপ্তার করেছিলেন, তখন আব্বা এতটাই অসুস্থ ছিলেন যে তাঁকে হাসপাতালে যেতে হয়েছিল। আব্বার বয়স তখন ৭৭ বছরের বেশি। ... আমার দেখা মতে, এই জনাব গোলাম সাকলায়েন ব্যক্তিটি খুবই তীক্ষ্ণ, প্রতিভাবান ও ধূর্ত। কিন্তু একটি ভুল তাঁর সবকিছু শেষ করে দিলো। যদিও আমরা মানুষের অপকর্মের জন্য তাকে ক্ষমা করে দিই। কিন্তু প্রকৃতি ও সর্বশক্তিমান সব সময় সঠিক বিচার করার জন্য রয়েছেন।’ লিখেছেন পিয়া জান্নাতুল।

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়