ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

কয়েক সেকেন্ডেই ভাইরাল: দুষ্টু কোকিলের লাস্ট পার্টির ছেলেটি কে?

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৭ জুন ২০২৪   আপডেট: ১৮:১০, ২৭ জুন ২০২৪
কয়েক সেকেন্ডেই ভাইরাল: দুষ্টু কোকিলের লাস্ট পার্টির ছেলেটি কে?

ঢাকাই সিনেমায় এখন ‘তুফান’ ঝড় বইছে। শাকিব খান অভিনীত এই সিনেমায় ‘দুষ্টু কোকিল’ গানটি দুই বাংলায় ভাইরাল। সোশ্যাল হ্যান্ডেলে ঢুঁ মারলেই টিকটক আর রিলসে দেখা যায় দুষ্ট কোকিলের প্রাধান্য। তবে গানটির সুর বা কণ্ঠ নয়, তার চেয়েও অধিক আলোচনা হচ্ছে এই গানে এক তরুণের প্রাণবন্ত উপস্থিতি। বলা যায়, পর্দায় মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতে তিনি জয় করে নিয়েছেন দর্শক হৃদয়। বিশেষ করে তরুণী দর্শক তার অভিব্যক্তিতে বুঁদ হয়ে আছেন! 

গানটিতে ‘নদীর বুকে চর, আমি কি তোর পর? আকাশ ভরা চান্দের আলোয় বাঁধবো সুখের ঘর’-এমন কথার কিছু অংশে ঠোঁট মিলিয়েছেন ওই তরুণ। এরপরই অবশ্য তার জীবনে নেমে আসে চরম দুর্যোগ! পর্দায় তুফানের গুলিতে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন তিনি। তুফানের ভাষ্যে এটাই তার ‘লাস্ট পার্টি’। 

কিন্তু কে এই তরুণ? এ প্রশ্নের জবাব খুঁজছেন অনেকে। তিনি ওপার বাংলার মানব সচদেব। ‘তুফান’ সিনেমায় যুক্ত হওয়ার পেছনের গল্প প্রসঙ্গে মানব কলকাতার গণমাধ্যমে বলেন, ‘লোকে বলে না- ইউনির্ভাস যা আপনার জন্য লিখে রেখেছে, সেটাই হবে। আমার ক্ষেত্রে ঠিক সেটাই হলো। হঠাৎ করেই অফারটা এলো আমার কাছে। আর এখন দেখুন, মাত্র কয়েক সেকেন্ডেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।’

মানব বলেন, ‘হঠাৎ করেই সিদ্ধান্ত, আমাকে ফোন করে বলল, মানব তুমি কোথায়? এখন আসতে পারবে? ঠিক এভাবেই ঘটনাটা ঘটল।... গানটিতে আমি হয়তো তিরিশ সেকেন্ড ছিলাম। আর ৩০ সেকেন্ডেই আমি এখন ভাইরাল। এ রকম হবে সত্যিই আমি ভাবতে পারিনি। সত্যিই আমি আপ্লুত। এটা আমার কাছে সারপ্রাইজের মতো।’

কেমন ছিল শাকিব খান ও মিমি চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অসাধারণ! প্রথমবার যখন সেটে দেখলাম, বুঝতে পেরেছিলাম, কেন তিনি সুপারস্টার। যা বলে বোঝানো যাবে না। আর মিমি তো দারুণ! আমি সত্যিই খুব লাকি শাকিব ও মিমির সঙ্গে স্ক্রিন শেয়ার করে।’

গুঞ্জন শোনা যাচ্ছে ‘তুফান-২’ এর গল্প শুরু হবে মানবের আচকমা মৃত্যু থেকেই। এই গুঞ্জন কী সত্য? এর উত্তরে মানবের জবাব- ‘‘তুফান’ সিনেমায় আমার চরিত্রটা ঠিক কী, বলতে পারব না। ওটা সারপ্রাইজ থাক। আর ‘তুফান-২’ নিয়ে তো কিছু বলাই যাবে না। পরিচালক ঠিক কীভাবে ভাবছেন, সেটা তো আমি জানি না।’’

সৃজিত মুখোপাধ্যায়ের ‘শাহজান রিজেন্সি’ সিনেমায় অভিনয় করেছিলেন কলকাতার ছেলে মানব। স্টার জলসার ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে অভিনয় করেও নজর কেড়েছিলেন তিনি। বিজ্ঞাপনের পাশাপাশি দর্শনা বণিকের সঙ্গে কাজ করেছেন মিউজিক ভিডিওতে। তবে শুধু বাংলায় নয়, তাকে দেখা গিয়েছে জি টিভির হিন্দি ধারাবাহিক ‘রিস্তো কা মানজা’তে। সম্প্রতি অভিনয় করেছেন কাজল আগরওয়াল ও টিনু আনন্দের সঙ্গে একটি নতুন হিন্দি সিনেমাতেও। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে ধরে নেয়া যায়, জনপ্রিয়তা পাওয়ার অপেক্ষা ফুরিয়েছে মানবের। তিনি এখন দুই বাংলার ভাইরাল বয়।  

আকাশ সেনের সুর, কথা ও সংগীতে ‘দুষ্টু কোকিল’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী কনা।

রাহাত//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়