ঢাকা     রোববার   ৩০ জুন ২০২৪ ||  আষাঢ় ১৬ ১৪৩১

জেনস সুমনের ‘মানুষ কেবলই ভাঙ্গে’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ২৭ জুন ২০২৪  

‘আসমান জমিন’ গানের পর এবার ‘মানুষ কেবলই ভাঙ্গে’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী জেনস সুমন। আহসান কবিরের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন তমাল।

জানা গেছে, দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় গানটির ভিডিও মুক্তি পেয়েছে।

গানটি প্রসঙ্গে এই গায়ক বলেন, ভালোবাসার মাঝে মানুষের ভুল বোঝাবুঝি হয়। অনেক সময় দেখা যায় ভালোবাসার ফাটলে তৃতীয় পক্ষের হাত থাকে। গানে গানে ভালোবাসা ফিরে আসার আকুতি জানানো হয়েছে। গানের কথা ও সুর চমৎকার হয়েছে। 

অচিরেই আসছে জেনস সুমনের ‘কথা নয়’ শিরোনামের নতুন আরো একটি গান। এটি লিখেছেন স্যামুয়েল হক। সুর ও সঙ্গীতায়োজন করেছেন মেহেদী।

১৯৯৭ সা‌লে জেনস সুম‌নের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয়। সবশেষ ২০০৮ সা‌লে তার  অ্যালবাম ‘মন চ‌লো রূপের নগ‌রে’ প্রকাশ করা হয়। 
 

রাহাত//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়