ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন আমির খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২৮ জুন ২০২৪   আপডেট: ১৫:৫১, ২৮ জুন ২০২৪
বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন আমির খান

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার নতুন ফ্ল্যাটটি মুম্বাইয়ের পালি হিলসে অবস্থিত। এজন্য তাকে মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হয়েছে।

ভারতের রিয়েল এস্টেট ভিত্তিক নিউজ পোর্টাল স্কয়ার ফিট ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রার শহরতলীতে অবস্থিত আমির খানের নতুন ফ্ল্যাট। গত ২৫ জুন রেজিস্ট্রি করেছেন আমির। ১ হাজার ২৭ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি কিনতে তাকে গুণতে হয়েছে ৯.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৭৩ লাখ টাকার বেশি)।

মুম্বাইয়ের পালি হিলসের বেলা ভিস্তা অ্যাপার্টমেন্টে অবস্থিত আমিরের ফ্ল্যাটটি। একই অ্যাপার্টমেন্টে তার আরো ফ্ল্যাট রয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

আরো পড়ুন:

২০২২ সালের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন আমির খান। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে চমকে দেন ভক্তদের। বিরতির পর ‘সিতারে জমিন পার’ সিনেমা নিয়ে ফিরছেন আমির খান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়