ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘প্রেমের সম্পর্কে আমি হাল ছাড়ি না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ২৯ জুন ২০২৪   আপডেট: ১৫:০০, ২৯ জুন ২০২৪
‘প্রেমের সম্পর্কে আমি হাল ছাড়ি না’

মালাইকা আরোরা

মালাইকা আরোরা কখনো সঞ্চালক, কখনো টিভি রিয়েলিটি শোয়ের বিচারক আবার কখনো মডেল। সব পরিচয় ছাপিয়ে তিনি আইটেম গার্ল। আইটেম গানে পারফর্ম করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নানা কারণেই বলিউডে চর্চিত এই নাম। ২০১৮ সালের পর থেকে প্রেমের কারণেই অধিক চর্চিত মালাইকা। নিজের থেকে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে তার প্রেম।

সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার খবর চাউর হয়েছে। অর্জুন কাপুরের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি সেই খবরকে আরও পাকাপোক্ত করেছে। এদিকে মালাইকা একটি সাক্ষাতকারে প্রেমের সম্পর্ক আছে কি নেই— সেই বিষয়ে কিছু না বলে শুধুই বলেছেন যে, ‘প্রেমের ব্যাপারে আমি হাল ছাড়ি না। শেষ পর্যন্ত চেষ্টা করে যাই।’

এই মন্তব্য মালাইকা-অর্জুন জুটির প্রেম টিকিয়ে রাখার ইঙ্গিত হিসেবে ধরা যায়।

আরো পড়ুন:

উল্লেখ্য, মালাইকার ৪৫তম জন্মদিনে নিজের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন অর্জুনকে। এর পর থেকেই একসঙ্গে থাকতে শুরু করে তারা। তবে এখন পর্যন্ত বিয়ে করেননি। এর আগে আবরাজ খানের সঙ্গে ঘর বেধেছিলেন মালাইকা।

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়