ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

‘এখন আমার শরীরের রক্ত গরম নেই, রাতে পার্টি করার শক্তি নেই’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ৩ জুলাই ২০২৪  
‘এখন আমার শরীরের রক্ত গরম নেই, রাতে পার্টি করার শক্তি নেই’

গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৭৭ বছর বয়সি বলিউড অভিনেত্রী শত্রুঘ্ন সিনহাকে। শুধু তাই নয়, ‘খামোশ’খ্যাত এ অভিনেতার অস্ত্রোপচারও হয়েছে।

মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখা যায়, নবদম্পতি সোনাক্ষী সিনহা ও জহির ইকবালকে। তবে বাবার অসুস্থতা নিয়ে কোনোরকম মন্তব্য করেননি সোনাক্ষী। হাসপাতাল থেকে ফিরে ক্ষোভ ঝারলেন বরেণ্য অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

টাইমস নাউকে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘আমিও খবরটি পড়েছি। জানতে পারলাম, আমার নাকি ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার… খামোশ! আরে ভাই আমার অস্ত্রোপচার হলো আর আমি জানি না?’ 

হাসপাতালে ভর্তি হওয়ার কারণ ব্যাখ্যা করে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘প্রতি বছর সারা শরীর চেকআপ করিয়ে থাকি। তারই অংশ হিসেবে হাসপাতালে গিয়েছিলাম। যাদের বয়স ৬০ বছর পেরিয়েছে, তাদের প্রত্যেকের এটি করানো উচিত।’

বয়স হয়েছে শত্রুঘ্ন সিনহার। এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘গত ৩ মাস নির্বাচনি প্রচারের কাজে ব্যস্ত ছিলাম। এরপর মেয়ের বিয়ে ছিল। এখন আমার শরীরের রক্ত গরম নেই; যুবকদের মতো ৩ শিফটে কাজ করে রাতে পার্টি করার শক্তি নেই।’

দীর্ঘ সাত বছর ডুবে ডুবে জল খেয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। গত ২৩ জুন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই প্রেমিক যুগল। কিন্তু মুসলিম ছেলেকে বিয়ে করায় বিতর্কের মুখে পড়েন সোনাক্ষী ও তার পরিবার। এর আগে মেয়ের বিয়ে নিয়ে মানুষের ‘অহেতুক আগ্রহ’ দেখে ক্ষোভ ঝারেন শত্রুঘ্ন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়