শাহরুখ খান বুঝে গেছেন নারী কী চায়!
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
শাহরুখ খান
বলিউড অভিনেতা শাহরুখ খানের নারী ভক্তের অভাব নেই। তাকে একটু কাছ থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন অসংখ্য নারী অনুরাগী। সিনেমায় শাহরুখের রোমান্টিক অভিনয় জয় করে নিয়েছে কোটি কোটি নারীর মন। বাস্তবেও নারীকে সম্মান করেন এই অভিনেতা। তিনি নাকি বুঝে গেছেন নারী কী চায়!
স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন, তিনি বুঝে গেছেন নারী কী চায়। এবং তিনি জানেন কীভাবে প্রেম করতে হয়। নারীরা তাকে কেন এতো পছন্দ করেন তাও নাকি জানেন এই অভিনেতা।
তিনি বলেছেন, ‘যেকোন বয়সের নারীর সঙ্গেই দেখা হোক না কেন আমি তাদের সম্মান করি আর এই কারণেই তারা আমাকে পছন্দ করেন। সারা জীবনে অনেক নারীর সঙ্গে কথা বলেছি, নেচেছি, কবিতা আবৃত্তি করেছি; মজা করেছি— কিন্তু তারা এসব কোনো কারণে নয়, আমার চেহারার কারণেও নয়; আমাকে পছন্দ করার কারণ হচ্ছে আমি তাদের সম্মান করতে জানি। এটাও ঠিক যে আমি জানি কীভাবে প্রেম করতে হয়।’
তবে শাহরুখ এও বলেছেন, নারী-পুরুষের সম্পর্কে জৈবিক চাহিদা থাকতেই পারে কিন্তু ভালোবাসার প্রথম শর্ত সম্মান।
কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত এই অভিনেতা সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন দেড়শো কোটি রুপি। সর্বশেষ তাতে ডানকি সিনেমাতে দেখা গেছে।
/লিপি