ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাতে হুমকি, দিনে মামলা, নেপথ্যে কী?

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ৯ জুলাই ২০২৪   আপডেট: ১৯:২১, ৯ জুলাই ২০২৪
রাতে হুমকি, দিনে মামলা, নেপথ্যে কী?

চিত্রনায়ক ওমর সানী গত মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট  করেন। পোস্ট ঘিরে তৈরি হয় রহস্য। তিনি লিখেছেন: ‘আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি…।’

কার উদ্দেশ্যে এই হুমকি পোস্টে উল্লেখ করেননি সানী। তবে  আজ মঙ্গলবার (৯ জুলাই) সকালে তিনি ঠিকই মামলা ঠুকে দিয়েছেন।

ধারের টাকা তুলতে না পেরে এই মামলা উল্লেখ করে ওমর সানী বলেন, আমার ছেলের সঙ্গে যে ব্যবসায় প্রতারণা করেছিল ওই মামলা আছে। এ ছাড়া একজনকে ধার দিয়েছিলাম। সামান্য কিছু টাকা। তার যথেষ্ট সামর্থ্য আছে। চাইলে ১০ মিনিটে শোধ করে দিতে পারে। কিন্তু দিচ্ছে না। উল্টো হুমকির সুরে কথা বলছে। এ নিয়ে আদালত পর্যন্ত আসতাম না। কিন্তু যখন হুমকির সুরে কথা বলল তখন আমার মনে হয়েছে দুনিয়াতে এসেছি একবার যাব একবার। এ জন্য মামলা করে দিয়ে এসেছি।

কার বিরুদ্ধে মামলা করেছেন, পরিচয় জানতে চাইলে বিস্তারিত না জানিয়ে এ নায়ক বলেন, আমাদের সার্কেলেরই একজন। ছোট ভাইয়ের মতো।

এর আগে ওমর সানীর ছেলে ফারদিন এহসান স্বাধীন ব্যবসায় লগ্নি করে ২ কোটি ২৬ লাখ টাকা লোকসান দিয়েছেন। এজন্য তিনি দায়ী করেছিলেন নিশাত বিন জিয়া নামে এক ব্যক্তিকে। তখন আইনী পদক্ষেপও নিয়েছিলেন। সেই মামলা সম্পর্কে জানতে চাইলে সানী বলেন, এটা সময়ের ব্যাপার। আদালত যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই হবে।

এই মামলার জন্য মাঝেমাঝে আমাদের আদালতে আসা-যাওয়া করতে হয়- বলেন নব্বই দশকের সাড়া জাগানো এই নায়ক।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়