ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

‘ভিআইপি গ্যালারিতে বসে মেসির খেলা দেখতে পেরে ভাগ্যবান মনে করছি’

প্রকাশিত: ১৬:৩৪, ১০ জুলাই ২০২৪   আপডেট: ১৬:৪৪, ১০ জুলাই ২০২৪
‘ভিআইপি গ্যালারিতে বসে মেসির খেলা দেখতে পেরে ভাগ্যবান মনে করছি’

বাংলাদেশ সময় বুধবার (১০ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে মেসিবাহিনী। এই ম্যাচে ২-০ গোলে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

মাঠে বসে প্রিয় খেলোয়াড় মেসির খেলা দেখার সুযোগ মিস করেননি ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। এই চিত্রনায়ক মাঠে বসে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার জয় উপভোগ করেন। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি।

এসময় গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বসে থাকা জায়েদ খানকে বাংলাদেশের পতাকা হাতে উল্লাস করতে দেখা যায়। পরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দেখা হবে ফাইনাল ম্যাচে।’

জায়েদ খানের এ পোস্টে তার ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করেছেন। মনির সৈকত নামে একজন লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা। অভিনন্দন জায়েদ খান।’ মোস্তাফা ইমরান লিখেছেন, ‘ফাইনালেও আপনাকে স্টেডিয়ামে দেখব আশা করি।’

আলমগীর হোসেন সোহেল লিখেছেন, ‘ভালো লেগেছে এবং ধন্যবাদ বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করার জন্য।’ মো. নুরনবী জুয়েল নামের আরেক ভক্ত লিখেছেন, ‘দেশের পতাকা হাতে জায়েদ খান। ভালোবাসা অবিরাম ভাই।’

জায়েদ খান জানান, ফুটবল খেলা যখন থেকে বুঝতে শিখেছেন, তখন থেকেই আর্জেন্টিনার বড় ফ্যান তিনি। ম্যারাডোনার ভক্ত তিনি। আর্জেন্টিনার খেলা অসম্ভব ভালো লাগে তার।

জায়েদ বলেন, ‘আর্জেন্টিনা আমার জন্য এক আবেগেরে নাম। যতই ব্যস্ততা থাকুক না কেন আর্জেন্টিনার খেলা মিস করি না। তবে এবার মাঠে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করলাম। এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভিআইপি গ্যালারিতে বসে মেসির খেলা দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

গত ঈদুল ফিতরে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়; যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে। বর্তমানে এই নায়ক দেশের বাইরে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়