প্রশ্নফাঁস কাণ্ডের আবেদ আলীকে যোগাযোগ করতে বললেন বাপ্পি
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বর্তমান সময়ের চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর সময় ভালো যাচ্ছে না। দীর্ঘদিন নতুন সিনেমায় দেখা যাচ্ছে না তাকে। এর মধ্যে চুক্তিবদ্ধ সিনেমা থেকেও বাদ পড়েছেন এই নায়ক।
এ দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গাড়িচালক আবেদ আলী গ্রেপ্তারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। বেরিয়ে আসছে আবেদ আলীর নানান অপকর্মের খবর। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।
পাঠক প্রশ্ন করতে পারেন, বাপ্পির সঙ্গে আবেদ আলীর সম্পর্ক কী? দু’জন দুই ভুবনের মানুষ। অথচ ফেসবুকে পোস্ট দিয়ে আবেদ আলীকে খুঁজছেন বাপ্পি। আজ ১১ জুলাই দুপুরে বাপ্পি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি অংকে ফেইল করেছিলাম, ওইসময় আবেদ আলী ভাইকে অনেক খুঁজেছিলাম, কোথায় ছিলেন তখন? Anyways, ভাগ্যের পরিহাস মেনে নিলাম। তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেইল করবো না। আপনি বের হয়েই আমার সাথে যোগাযোগ করবেন।’
যোগাযোগের জন্য বাপ্পি তার সোশ্যাল মিডিয়ার কয়েকটি লিংকও দিয়েছেন।
বলার অপেক্ষা রাখে না মজার ছলেই এমন পোস্ট দিয়েছেন বাপ্পি। যদিও বছরখানেক হলো বাপ্পী নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি। এমনকি তার অভিনীত প্রায় পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও সেগুলোর মুক্তি অনিশ্চিত বলে জানা গেছে।
তারা//