ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

প্রশংসা কুড়াচ্ছে তাদের ‘সুতো’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ১১ জুলাই ২০২৪  
প্রশংসা কুড়াচ্ছে তাদের ‘সুতো’

স্বচ্ছ-শুদ্ধ সম্পর্ক সাংসারিক জীবন ও মানুষের আত্মার শান্তির জন্য কতটা প্রভাব ফেলে— সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘সুতো’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরশে যাকের, সাবিলা নূর, পার্থ শেখ, সাবেরি আলম। অপূর্ণ রুবেলের গল্প, চিত্রনাট্য নিয়ে নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।

গত ৫ জুলাই ইউটিউবে মুক্তি পায় ‘সুতো’ নাটক। প্রচারে আসার পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। মুগ্ধতার কথা প্রকাশ করছেন কমেন্ট বক্সে। মাহিন জামান লেখেন, ‘নাটকটা দেখে মনটা ভালো হয়ে গেল। নাটকটা যে নির্মাণ করেছেন এবং যে গল্প লিখেছেন দুজনকেই স্যালুট ভাই। অসাধারণ একটি নাটক। সাবিলা নূর, ইরেশ যাকের, পার্থ শেখ এবং ছোট বাচ্চাটা সবাই অত্যন্ত ভালো অভিনয় করেছে। এই ধরনের নাটক আসলেই আরো দরকার।’

শম্পা চক্রবর্তী লেখেন, ‘অসাধারণ একটি নাটক। দাম্পত্য সম্পর্কের ভাঁজে ভাঁজে নিজেকে চেনার কত কত কাহিনি লুকিয়ে থাকে। ধন্যবাদ পরিচালকসহ অভিনেতা অভিনেত্রীদের।’ নুসরাত জাহান লেখেন, ‘অসাধারণ ছিল। ডিভোর্সের আগে থাকে রাগ, অভিমান, অভিযোগ, ঘৃণা আর পরে যেটা হয় সেটা শুধু আফসোস। এজন্য সময় থাকতে পার্টনারের যত্ন, সম্মান, সময়, ভালোবাসার কোনো বিকল্প নেই।’

জাহিদ হাসান লেখেন, ‘আমার খুব প্রিয় একজন মানুষ আমাকে নাটকটি দেখার জন্য রেফার করেছিল। সে হয়তো কোনোদিন আমার এই কমেন্ট পড়বে না। কিন্তু আমি ঠিক নাটকের অর্ণবের মতোই তাকে ভালোবাসি, সে হয়তো কোনোদিন এটা জানবে না। না জানুক, কিছু ভালোবাসা নীরবে নীভৃতে অন্তরালেই সুন্দর।’ নাটকটি দেখে আরেকজন লেখেন, ‘দৈনন্দিন জীবনের সম্পর্কের ভাঙা-গড়াকে একটি শব্দে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জামার বাঁধন ছিড়ে গেলে যেমন সুতোয় টান পড়ে, ঠিক তেমনি মানুষের জীবনের মায়া কেটে গেলেও সম্পর্কের সুতোয় টান পড়ে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।  

ইতিবাচক মন্তব্যগুলোকে ভালোবাসা হিসেবে দেখছেন নাটকটির পরিচালক ইমরাউল রাফাত। তার ভাষ্য, ‘আমরা যারা দর্শকের ডিমান্ডে নাটক নির্মাণ করি, তাদের কাছে দর্শকের অনেক ধরণের মন্তব্য থাকে। যেমন-ভালো গল্পে কাজ করুন কিংবা এর চেয়েও ভালো গল্পে আপনার কাজ দেখতে চাই। এই কাজটা তাদের জন্য যারা সবসময় ভালো গল্পের কাজ দেখতে পছন্দ করেন। কাজটি হয়তো সেভাবে ভিউ হয়নি কিন্তু যারাই দেখেছেন প্রশংসা করছেন, ইতিবাচক মন্তব্য করছেন।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়