ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

হাজার কোটি টাকার বিয়েতে পুরোনো শাড়িতে শাহরুখ কন্যা সুহানা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১৪ জুলাই ২০২৪   আপডেট: ১৩:২৪, ১৪ জুলাই ২০২৪
হাজার কোটি টাকার বিয়েতে পুরোনো শাড়িতে শাহরুখ কন্যা সুহানা

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়ে নিয়ে হইচই পড়ে গিয়েছে। গত ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভারতের তাবড় তাবড় তারকারা এসময় উপস্থিত ছিলেন। হাজার কোটি টাকার এ বিয়ের আসরে পুরোনো শাড়ি পরে আলাদাভাবে নজর কাড়েন বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান।

অনন্ত আম্বানির বিয়েতে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে হাজির হন সুহানা খান। রেড কার্পেটে ভাই আরিয়ান খানের সঙ্গে ক্যামেরায় পোজ দেন সুহানা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বাধে বিপত্তি। কারণ শাড়িটি গত বছরও পরেছেন তিনি। আর তা নিয়ে চলছে আলোচনা।

একই শাড়ি পরে তোলা ছবি ২০২২ সালের ২২ অক্টোবর নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সুহানা 

আরো পড়ুন:

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, ২০২২ সালের দিওয়ালি পার্টিতে সিক্যুইন শাড়িটি পরেছিলেন সুহানা খান। এটি ডিজাইন করেন মনীষ মালহোত্রা। সেই একই শাড়ি পরে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানেও হাজির হন সুহানা খান। ছবি-ভিডিও ভাইরাল হতেই নেট দুনিয়ায় হইচই পড়ে যায়।

পুরোনো শাড়ি পরলেও স্টাইলিং অন্যরকমভাবে করেছেন সুহানা। আইভরি রঙের সিক্যুইন শাড়ির সঙ্গে কুন্দনের চোকার নেকলেস, কানে হালকা দুল আর হাতে নিয়েছেন ব্যাগ। মেকআপও নেন যৎসামান্য। পুরোনো শাড়ি পরা নিয়ে নেটিজেনরা কটাক্ষ করলেও দারুণ লাগছে সুহানাকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়