ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

বিয়ে নিয়ে শ্রীলেখা : পাশে শুয়ে কেউ নাক ডাকবে সহ্য হবে না

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ১২:৪০, ১৭ জুলাই ২০২৪
বিয়ে নিয়ে শ্রীলেখা : পাশে শুয়ে কেউ নাক ডাকবে সহ্য হবে না

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’— স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন। সোশ্যাল মিডিয়ায় সোজাসাপটা মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়ান তিনি।

ব্যক্তিগত জীবনে শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। এ সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ দিন সংসার করার পর মানসিক দ্বন্দ্বের কারণে মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান শ্রীলেখা। সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করেছেন। আর দ্বিতীয়বার বিয়ে করেননি শ্রীলেখা।

শ্রীলেখা মিত্র ভারতীয় একটি গণমাধ্যমে দ্বিতীয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। এসময় জানতে চাওয়া হয় শ্রীলেখা মিত্র কি ফের বিয়ে করবেন? জবাবে এ অভিনেত্রী বলেন, “না। এখন পর্যন্ত সেরকম কাউকে পাইনি। যাকে দেখে মনে হবে— ‘এই সেই একজন’। নিজে নিজের বস হয়ে যাওয়ার পরে কাউকে…।”

আরো পড়ুন:

কোনো পুরুষ পাশে শুয়ে নাক ডাকুক, তা চান না শ্রীলেখা। এ বিষয়ে তিনি বলেন, ‘টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি বা আমার পাশে শুয়ে কেউ নাক ডাকছে, এখন এটা আর সহ্য হবে না। বরং আমি কুকুরদের নিয়ে শুয়ে থাকি আরামে, রাজার মতো। এটাই আমার কাছে ভালো আর পাশে একজনকে নিয়ে শুতে পারব না।’

২০১৩ সালে স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শ্রীলেখার। এরপর কেটে গেছে দীর্ঘদিন। তারপরও প্রাক্তন শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ আছে শ্রীলেখার। এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘গত ১০ বছরে আমরা আমাদের মতো করে নিজেদের আবিষ্কার করেছি। সম্ভবত আমাদের জন্য ওইটুকুই বরাদ্দ ছিল। একে অন্যকে সম্মান দিয়ে ভালোভাবে সিভিল জীবনযাপন করছি।’

মেয়েকে নিয়ে শ্রীলেখার একার সংসার ঠিকঠাক মতো চললেও মনের গভীরে যেন এক শূন্যতা রয়েই গেছে। এর আগে এক সাক্ষাৎকারে মূলত সে চিত্র ফুটে উঠেছিল। শ্রীলেখা বলেছিলেন, ‘সত্যি বলতে আমার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। তারা ব্র্যান্ড শ্রীলেখাকে পছন্দ করে। কিন্তু মানুষ শ্রীলেখাকে ক’জন জানতে চায়? কিংবা তার চোখের কোণের কালিটা ক’জন দেখতে পায়?’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়