কোটা আন্দোলন: স্বস্তিকা বললেন, অস্থির লাগছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ সারাদেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনা ঘটেছে। পক্ষ-বিপক্ষ দলের সংঘর্ষে আহত ও নিহত হয়েছেন বেশ কজন শিক্ষার্থী। এ খবর বিশ্ব মিডিয়াও প্রচার করছে।
গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে দেশের শোবিজ অঙ্গনের তারকারা নিজেদের ভাবনার কথা জানিয়েছেন। এবার ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও দেশের তারকাদের দলে যোগ হলেন। জানালেন, ভীষণ অস্থির লাগছে তার।
গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তার একটি স্কেচ নিজের ফেসবুকে পোস্ট করেন স্বস্তিকা। ছবিটিতে লেখা রয়েছে— ‘বুকের ভেতর অনেক ঝড়/ বুক পেতেছি গুলি কর।’
স্বস্তিকার পোস্ট করা ছবি
এ ছবির ক্যাপশনে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই, তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।’
বাংলাদেশে এখন বারুদের গন্ধ। তা উল্লেখ করে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরনীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না, মাও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি। কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলিও কেমন একরকম। একরকম আকাশের মেঘগুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ।’
কবি শঙ্খ ঘোষের লেখা কবিতার কয়েকটি চরণ উল্লেখ করে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়/ দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ/ তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া?/ নিচু হয়ে বসে হাতে তুলে নিই
তোমার ছিন্ন শির, তিমির।’
অস্থিরতার কথা জানিয়ে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘এমন এক আপ্যায়ন প্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, ওমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখব? নয়নজুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব। আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব, বাংলাদেশ শান্ত হবে।’
বাংলাদেশের জন্য প্রার্থনা করে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো- সেই আমাদের আলো… আলো হোক, ভাল হোক সকলের।’
নেটিজেনদের অনেকে স্বস্তিকার মতামতকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। বাংলাদেশের আতিকা রুমা লেখেন, ‘আপনার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণতি ও কৃতজ্ঞতা।’ ফারজানা আল ফেরদৌস লেখেন, ‘ধন্যবাদ দিদি। প্রার্থনায় রেখো আমাদের সন্তানদের। একদিন নিশ্চয়ই সব শান্ত হবে, বারুদের গন্ধ থেমে যাবে, আকাশ আবার নীল হবে, চারিদিক ভরে উঠবে পাখির ডাকে- ফুলের গন্ধে.. সেদিন আবার বেড়াতে এসো, এই বাংলায়। ভালোবাসা রইল।’ কলকাতার সৌমিত্র কুমার লেখেন, ‘ঠিক এজন্যই আপনি আর পাঁচজনের থেকে আলাদা, ধন্যবাদ।’
তবে কলকাতার শুভজিৎ রায় নামে একজন বিরূপ মন্তব্য করেন। তিনি লেখেন, ‘কি সাপোর্ট করব, আমাদের যেভাবে অপমান করে। সেটা পাকিস্তানকে করলে বুঝতাম ওই দেশটাও আমাদের। ’৭১ মনে পড়ে।’ শুভজিতের এই মন্তব্যের জবাবে স্বস্তিকা লেখেন, ‘যারা অপমান করার তারা করবে। তাই বলে একটা দেশে ছাত্ররা বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে গুলি খাচ্ছে, আমি গুটি কয়েক মানুষের অপমানের ভয়ে চুপ করে থাকব কেন? আপনিও থাকবেন না। নিজের সম্মান নিয়ে পরে চিন্তা করা যাবে। অনেক সময় পাব।’ এরপর আর কোনো মন্তব্য করেননি শুভজিৎ।
ঢাকা/শান্ত
- ১ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৩ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৩ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৩ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৩ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৩ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৩ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৩ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৩ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৩ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৩ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৩ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৩ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৩ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের
- ৩ মাস আগে রংপুরে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, নিহত ২