ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ফারাহ খানের মা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২৬ জুলাই ২০২৪   আপডেট: ২০:১৪, ২৬ জুলাই ২০২৪
ফারাহ খানের মা মারা গেছেন

চলচ্চিত্র পরিচালক ফারাহ খানের মা মারা গেছেন। শুক্রবার (২৬ জুলাই) মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন ফারাহ খানের মা মেনকা ইরানি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন ফারাহ খান। কয়েক দিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেন মেনকা ইরানি।

পরিচালক মুকেশ ছাব্বার ইন্ডিয়া টুডেকে জানান, শুক্রবার (২৬ জুলাই) ভোররাত ৩টা সময় মারা যান মেনকা ইরানি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তার একাধিক অস্ত্রোপচার হয়েছে।

আরো পড়ুন:

ফারাহ খানের মায়ের মৃত্যু সংবাদ পেয়ে তার মুম্বাইয়ের বাড়িতে ছুটে যান বলিউড তারকারা। এ তালিকায় রয়েছেন রানী মুখার্জি, সঞ্জয় কাপুর, ভুষণ কুমার, গীতা কাপুর, শিব ঠাকুর প্রমুখ।

ব্যক্তিগত জীবনে চলচ্চিত্র নির্মাতা কামরান খানকে বিয়ে করেন মেনকা ইরানি। ১৯৬৫ সালে এ দম্পতির প্রথম সন্তান ফারাহ খান সংসার আলো করে জন্মগ্রহণ করেন। পাঁচ বছর পর অর্থাৎ ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন সাজিদ খান। অনেক আগেই বাবাকে হারান ফারাহ-সাজিদ খান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়